তামিমের কাছ থেকে কন্ডিশনের ধারণা পেয়েছেন মহারাজ

Keshav Maharaj
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

তামিম ইকবালের সঙ্গে কেশব মহারাজের সম্পর্ক পুরনো। গত বছর তামিমের দলেই বিপিএল খেলেছেন মহারাজ। দক্ষিণ আফ্রিকান এই বাঁহাতি স্পিনার এবার বাংলাদেশে খেলতে আসার আগে উইকেট, কন্ডিশন নিয়ে ধারণা পেয়েছেন তামিমের কাছ থেকেই। সেই ধারণা কাজেও লাগছে তাদের।

মিরপুরের উইকেটে স্পিনাররাই দাপট দেখান বেশিরভাগ সময়, তবে সাম্প্রতিক সময়ে পেসারদেরও ভালো করতে দেখা গেছে। বোলারদের জন্য সহায়ক এই উইকেটে কীভাবে সাফল্য পাওয়া যায় তা খুব ভালো জানা অভিজ্ঞ তামিমের। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক সম্প্রতি খেলার বাইরে আছেন। টেস্ট খেলেন না বহুদিন, স্বাভাবিকভাবে এই সিরিজেও নেই তিনি। তবে তার অভিজ্ঞ পরামর্শে উপকৃত হচ্ছেন প্রতিপক্ষের ক্রিকেটাররা। মহারাজ যেমন বাংলাদেশ টি-টোয়েন্টি খেললেও কখনো টেস্ট খেলেননি, টেস্টের সময় উইকেটের আচরণ নিয়ে তার ধোঁয়াশা ছিলো। সেটা কেটেছে তামিমের কাছ থেকে। 

পুরনো সম্পর্কের জেরে তামিমকে মেজেস পাঠিয়েছিলেন মহারাজ, জানতে চেয়েছিলেন কন্ডিশন নিয়ে। তাকে হতাশ করেননি তামিম। বুধবার দিনের খেলা শেষে সে কথাই জানালেন,  'হ্যাঁ, আমি তামিম ভাইকে মেসেজ পাঠিয়েছিলাম। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমরা বিপিএলে এক দলে খেলেছি। কন্ডিশন বিষয়ে আমি তার কাছে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি আমাকে কিছু ধারণা দিয়েছেন যে উইকেট কেমন আচরণ করে।  তার কথামতই উইকেট আচরণ করেছে।'

এই টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। কন্ডিশন কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষকে আটকে দেয় ১০৬ রানে। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ভূমিকা রাখেন মহারাজ। দ্বিতীয় ইনিংসে ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ বিপর্যয় থেকেও ঘুরে দাঁড়ায়। এই ইনিংসে সবচেয়ে বেশি ৩৭ ওভার বল করে ১০৫ রানে ৩ উইকেট নেন মহারাজ।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

2h ago