ওয়াশিংটনের ঘূর্ণিতে সুন্দর দিন ভারতের

আগের টেস্টে পারফরম্যান্স খারাপ ছিল না কুলদিপ যাদবের। তারপরও দ্বিতীয় টেস্টে তার জায়গায় নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে। যিনি এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটেও কখনো পাননি ফাইফার। কিন্তু সেই ওয়াশিংটনই কিনা একাই তুলে নিয়েছেন কিউইদের সাত উইকেট। তাতে প্রথম দিনটা ভালো কেটেছে ভারতের।

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১ উইকেটে ১৬ রান করেছে ভারত। এখনও ২৪৩ রানে পিছিয়ে আছে তারা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

ওয়াশিংটন একা সাত উইকেট পেলেও কিউইদের টপ অর্ডার ধসিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলীয় ৩২ রানে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে (১৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ওপেনিং জুটি ভাঙেন। এরপর উইল ইয়ংকে (১৮) নিয়ে আরেক ওপেনার ডেভন কনওয়ের করা ৪৪ রানের জুটিও ভাঙেন তিনি। ইয়ংকে উইকেটরক্ষক রিশাভ পান্তের ক্যাচে পরিণত করেন এই স্পিনার।

এরপর কনওয়ে হাল ধরেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান রাচীন রবীন্দ্রকে নিয়ে। চতুর্থ উইকেটে ৬২ রান যোগ করেন এই দুই ব্যাটার। এ জুটিও ভাঙেন অশ্বিন। বিপজ্জনক হয়ে ওঠা কনওয়েকে পান্তের ক্যাচে পরিণত করেন তিনি। তবে আউট হওয়ার আগে ৭৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ১৪১ বলে ১১টি চারের সাহায্যে সাজান নিজের ইনিংস।

তিন টপ অর্ডার ব্যাটার ফিরে যাওয়ার পর ড্যারিল মিচেলকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন রাচীন। এ জুটি ভেঙেই উইকেট প্রাপ্তির শুরু ওয়াশিংটনের। রাচীনকে এলডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ১০৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসটি সাজান ৫টি চার ও ১টি ছক্কায়।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিতে থাকেন ওয়াশিংটন। একে একে টম ব্লান্ডেল (৩), ড্যারিল মিচেল (১৮), গ্লেন ফিলিপ্স (৯), টিম সাউদি (৫), অ্যাজাজ প্যাটেল (৪) ও মিচেল স্যান্টনারকেও (৩৩) তুলে নেন এই স্পিনার। শেষ দিকে এক প্রান্তে আগলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন স্যান্টনার।

শেষ পর্যন্ত ৫৯ রানের খরচায় ৭টি উইকেট পান ওয়াশিংটন। ৬৪ রানের বিনিময়ে ৩টি শিকার অশ্বিনের।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়েছে ভারত। রানের খাতাই খুলতে পারেননি ভারতীয় অধিনায়ক। সাউদির বলে বোল্ড হয়ে যান তিনি। তবে আরেক ওপেনার জশভি জয়সওয়ালকে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন শুবমান গিল। জয়সওয়াল ৬ ও শুবমান ১০ রানে অপরাজিত রয়েছেন।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago