অস্ট্রেলিয়া সফরের ভারতের টেস্ট দলে অভিমন্যু-রানা-রেড্ডি

Abhimanyu Easwaran,

অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ, নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানা। চোটের কারণে জায়গা পাননি রিষ্ট স্পিনার কুলদীপ যাদব। অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকেও ফিট না হওয়ায় দলে রাখা হয়নি।

অস্ট্রেলিয়া সফরের ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিট বুমরাহ (সহ-অধিনায়ক), যশভি জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, প্রসিদ কৃষ্ণ, হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে টানা রান করা বাংলার ব্যাটার অভিমন্যুকে বিকল্প ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে। সর্বশেষ চারটি প্রথম শ্রেনীর ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে না খেলা শামি ফিরতে পারেননি এবারও। তার পুনর্বাসন এখনো শেষ হয়নি। শামি না থাকলেও পেস কয়েকজন ভালো মানের পেসার আছে ভারতীয় দলে। জাসপ্রিট বুমরাহর সঙ্গে মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, প্রসিদ কৃষ্ণকে রাখা হয়েছে। একদম নতুন হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হার্শিত রানা। জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার নিতিশ রেড্ডি, যিনি টি-টোয়েন্টিতে সম্প্রতি পারফর্ম করেছেন।

স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ভ্রমণ করবেন আরও তিন পেসার খলিল আহমেদ, মুকেশ কুমার ও নবদিপ সাইনি।

স্পিন আক্রমণে রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার পাশাপাশি জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

২২ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফি। ১০ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয়, ১৪ ডিসেম্বর ব্রিসবেনে তৃতীয়, ২৬ ডিসেম্বর মেলবোর্নে চতুর্থ ও ৩ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।

Comments

The Daily Star  | English

Neonatal mortality still high at 20 per 1,000 births

Although Bangladesh has made significant progress in reducing mortality in children under five over the past decade, saving newborns -- especially in the first weeks of life -- remains a major challenge.

13h ago