পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক রিজওয়ান

পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, এমন গুঞ্জন চলছিল চলতি মাসের শুরুতে বাবর আজম দায়িত্ব ছাড়ার পর থেকে। শেষ পর্যন্ত সেই জল্পনা-কল্পনাই সত্যি হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ানকে নতুন অধিনায়ক করে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগামী নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য চারটি আলাদা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। বাকি তিনটি স্কোয়াডে থাকলেও জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রিজওয়ানকে। সেখানে নেতৃত্ব দেবেন নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া অলরাউন্ডার সালমান আলী আগা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতির অংশ হিসেবে উভয় সফরেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরে দুই সংস্করণের দলেই আছেন সাবেক অধিনায়ক বাবর। তার মতো ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে না থাকা দুই পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিও ফিরেছেন অস্ট্রেলিয়া সফরের দলে।

কোনো সফরের দলেই সুযোগ পাননি বাঁহাতি ব্যাটার ফখর জামান। এমনকি পিসিবির সঙ্গে সম্প্রতি ঝামেলায় জড়ানোয় তিনি বাদ পড়েছেন ২৫ জনের কেন্দ্রীয় চুক্তি থেকেও। ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাবরকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। গত মাসে পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ১৭ উইকেট নেওয়া পেসার মোহাম্মদ হাসনাইন ফিরেছেন ওয়ানডে দলে।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ঘরোয়া পর্যায়ে পারফর্ম করা কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিল পিসিবি। ওয়ানডে দলে নতুন মুখ আমির জামাল, আরাফাত মিনহাজ, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান ও সাইম আইয়ুব। টি-টোয়েন্টি স্কোয়াড প্রথমবারের মতো জাহানদাদ খান ও সালমান আলী আগাকে নেওয়া হয়েছে।

আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৮ নভেম্বর অ্যাডিলেড ও ১০ নভেম্বর পার্থে। দুই দলের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ব্রিসবেন, ১৮ নভেম্বর সিডনি ও ২০ নভেম্বর হোবার্টে।

জিম্বাবুয়ে-পাকিস্তান তিনটি ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৪, ২৬ ও ২৮ নভেম্বর। দুই দলের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১, ৩ ও ৫ ডিসেম্বর। সবগুলো ম্যাচেরই ভেন্যু বুলাওয়ায়ো।

অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে স্কোয়াড: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়া সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড: আরাফাত মিনহাজ, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম ও উসমান খান।

জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে স্কোয়াড: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহনওয়াজ দাহানি ও তৈয়ব তাহির।

জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাজ, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, সুফিয়ান মকিম, তৈয়ব তাহির ও উসমান খান।

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

8h ago