সাকিবের না ফেরায় বিসিবি জড়িত নয়, দাবি ফারুকের

ছবি: এএফপি

যে অঙ্গনে ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছে, সেই মিরপুর স্টেডিয়ামে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। মিরপুর টেস্টের আগে দেশের বিমান ধরেও মাঝপথে ফেরত গিয়েছেন তিনি। তবে এরসঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই জড়িত নয় বলে জানালেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।

ক্রিকেটের পাশাপাশি আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন সাকিব। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় পাশা। তার বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। এতো সকল অনিশ্চয়তার মধ্যে সিরিজ শুরুর আগে সাকিবকে নিয়ে দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু দেশে ফেরার খবরে তাকে বাদ দেওয়ার দাবিতে মিরপুর স্টেডিয়ামের বাইরে হয় বিক্ষোভ।

এরমধ্যেই সাকিবকে দেশে ফিরতে মানা করে দেওয়া হয় সরকারের তরফ থেকে। তাতে নাখোশ সাকিবের ভক্তরা। তবে সাকিবকে দেশে আনতে সকল চেষ্টাই করেছেন বলে জানান ফারুক, 'আপনি যেটা বললেন যে শেষ টেস্ট খেলতে ফিরতে পারেনি… একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এই ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসানের (ব্যাপার)।'

'এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি,' যোগ করেন বোর্ড সভাপতি।

তবে খেলোয়াড়ের পাশাপাশি আওয়ামী লিগের সদস্য হওয়াতেই যতো বিপত্তি বলে মনে করেন ফারুক, 'কিন্তু সাকিব এখন শুধু একজন খেলোয়াড় নয়। তার একটা পরিচয় আছে যে, গত সরকারের একজন এমপি ছিল এবং কিছু সেন্টিমেন্ট আছে। সব মিলিয়ে সরকারের দৃষ্টিকোণ ও ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ তো এক নয়।'

সাকিবের বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা ভেবেই তার শেষ টেস্ট দেশের মাটিতে হোক তা চেয়েছিলেন বলে জানান ফারুক, 'একটা ছেলে ১৭ বছর ক্রিকেট খেলেছে, সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের জন্য অনেক করেছে, এজন্য আমি মনে করেছি, এটা (দেশ থেকে অবসর) হলে ভালো হতো। কিন্তু সঙ্গে অন্য জিনিসগুলোও তো দেখতে হবে আপনার। ওই জিনিসগুলো মিলিয়ে শেষ মুহূর্তে সে আসতে পারেনি, এটার ব্যাপারে বোর্ডের কিছু করার ছিল না।'

'এটা পুরোপুরি আইনগত ব্যাপার এবং আইনশৃঙ্খলা বাহিনী এতে জড়িত আছে। সুতরাং এটা সাকিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার ছিল। বোর্ড এটার অংশ ছিল না। সে এলে বোর্ডের যতটুকু ক্ষমতা আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু সে আসেনি, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই,' যোগ করেন তিনি।

টেস্ট ও টি-টোয়েন্টির সমাপ্তি হলেও এখনও ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাকিব। আগামী মাসেই আফগানিস্তান সিরিজ রয়েছে। সেই সিরিজের দলে সাকিব থাকছেন বলেই জানান ফারুক, 'সাকিব আল হাসানের ব্যাপারটা… এখনও যেহেতু দল দেয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় অ্যাভেইলঅ্যাবল আছে সে।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago