চট্টগ্রাম টেস্ট

চরম বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ দল

South Africa
আউট হয়ে ফিরে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: ফিরোজ আহমেদ

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ের জবাব দিতে নেমে আগের দিন বিকেলেই পড়ে গিয়েছিল ৪ উইকেট। প্রত্যাশা ছিলো তৃতীয় দিনে দলের বিপর্যয়ে হাল ধরবেন অভিজ্ঞ ব্যাটাররা। কিন্তু তা না হয়ে উল্টো একের পর এক উইকেট হারিয়ে চরম বিপর্যস্ত বাংলাদেশ দল।

বৃহস্পতিবার তৃতীয় দিনের সকালে নেমে ৪৮ রানে ৮ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। দক্ষিণ আফ্রিকার ৫৭৭ রানের জবাবে ফলোঅন এড়াতে পাড়ি দিতে হবে প্রায় অসম্ভব এক লম্বা পথ।

দিনের চতুর্থ ওভারে বিদায় নেন শান্ত।  কাগিসো রাবাদার বলে শুরু থেকেই ভুগছিলেন তিনি, দারুণ এক ডেলিভারিতে তার ভোগান্তির সমাপ্তি টানেন রাবাদাই।  রাবাদার অফ স্টাম্পের বাইরে পড়া বলে খোঁচা মেরে কিপারের গ্লাভসে জমা পড়েন ৯ রান করা শান্ত।

পরের ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় মুশফিকের। অভিজ্ঞ ব্যাটার ড্যান প্যাটারসনের লেগ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে তোলে দেন লোপ্পা ক্যাচ। রাবাদা তার পরের ওভারের প্রথম  বলেই শিকার ধরেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকতে থাকা বল ঠেকাতে গিয়ে এজড হয়ে মিরাজও ক্যাচ দেন কিপারের গ্লাভসে।

অভিষিক্ত মাহিদুল ইসলাম টিকেছেন স্রেফ ২ বল। রাবাদার ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়েছিলেন তিনি। বল ছোবল হানে তার প্যাডে। সহজেই আউটের সিদ্ধান্ত নেন আম্পায়ার, রিভিউ নিয়ে লাভ হয়নি তার। বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে ১৩ রানেই ৫ উইকেট পেয়েছেন রাবাদা। 

চরম বিব্রতকর পরিস্থিতিতে একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে অপরাজিত আছেন মুমিনুল হক। তাইজুল ইসলামকে নিয়ে লড়াই করছেন তিনি। 

Comments

The Daily Star  | English

Violence erupts in Kafrul as RMG workers clash with police, army

The protesters vandalised and set fire to two vehicles of police and army, Kazi Golam Mostafa, officer-in-charge of Kafrul Police Station, told The Daily Star

2h ago