সুযোগ পেলে ভালো কিছু করার প্রত্যয় জাকিরের
বাংলাদেশ জাতীয় দলে কেবল লাল বলের জন্যই বিবেচিত হন জাকির হাসান। তবে লিটন দাসের অসুস্থতায় সাদা বলেও সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যেতে পারে তাকে। সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে দলের ওপেনিং সমস্যা দূর করার ব্যাপারে দারুণ প্রত্যয়ী এই বাঁহাতি ব্যাটার।
তবে পাকিস্তানে দারুণ সময় কাটানোর পর পুরোপুরি ইউ-টার্ন নিয়েছে টাইগারদের পারফরম্যান্স। ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরও বেহাল দশা। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তার মূল দায় ব্যাটারই। বিশেষকরে টপ অর্ডার ব্যাটারদের। কোনো ম্যাচেই ভালো সূচনা এনে দিতে পারছেন না তারা।
এরমধ্যেই আরও একটি সিরিজের সামনে বাংলাদেশ। যদিও বদলেছে সংস্করণ। নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ের দুঃস্মৃতি ভুলে যাওয়ার চ্যালেঞ্জও থাকবে টাইগারদের। এই চ্যালেঞ্জটা নিতে চান জাকির। যদিও এর আগে কেবল একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলার স্মৃতি খুব একটা ভালো নয় তার।
রোববার আফগানিস্তান সিরিজের জন্য দেশ ত্যাগ করার আগে সাংবাদিকদের জাকির বলেন, 'এটা সত্যি যে আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটা ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারি নাই। এজন্য আমরা ভুগেছি। অ্যাট দ্যা সেইম টাইম ওটা নিয়ে পরে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে।'
ঠিক কোথায় সমস্যা হচ্ছে সে সকল বিষয় খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও জানান এই ব্যাটার, 'পরের সিরিজে আমরা সবাই চেষ্টা করছি ভুলগুলো কোথায় তা খুঁজে বের করার। সেগুলো কাটিয়ে উঠে প্রতি সিরিজে ওপেনিংয়ে বা টপঅর্ডার থেকে একটু জুটি দলকে দেওয়ার চেষ্টা থাকবে যেন মিডলঅর্ডারদের জন্য আরও সহজ হয়।'
এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হুট করেই কোচ পরিবর্তন হয় বাংলাদেশের। চন্ডিকা হাথুরুসিংহেকে ছাঁটাই করে দায়িত্ব দেওয়া হয় ফিল সিমন্সকে। এখনও দলের সঙ্গে সেভাবে কাজ করতে পারেননি এই ক্যারিবিয়ান। খেলোয়াড়দের ঠিকভাবে চিনেও উঠতে পারেননি। তবে দ্রুতই তার অধীনে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন জাকির।
'উনি খুব কম সময় নিয়ে এসেছেন। এখনও ক্রিকেটারদের দেখছেন। ম্যাচের মধ্যে খুব ছোট ছোট তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আশাকরি সামনে আরও বিস্তারিত উনার কাছ থেকে জানতে পারব। যেহেতু আরেকটি সিরিজ সামনে এসেছে। এখন অনেকটা সময় পাচ্ছি, উনিও আমাদের অনেকটা চিনেছেন। তো আমাদের জন্য আরও সহজ হবে সামনে,' বলেন জাকির।
সবমিলিয়ে একটি ভালো সিরিজের আশা করছেন তিনি, 'চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। আশাকরি খুব ভালো একটা ম্যাচ হবে। ব্যক্তিগত ভাবে যদি বলেন তাহলে আমি চেষ্টা করবো যে ম্যাচেই খেলি ভালো করার। আর দল হিসেবে বললে আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ ধরে ভালো করার।'
Comments