ভিসা জটিলতা কাটিয়ে রাতে দলে যোগ দিতে পারেন নাহিদ-নাসুম
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা দুই দফায় সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তবে স্কোয়াডের দুই সদস্য এখনো অপেক্ষায় দেশে। ভিসা জটিলতায় তাদের যাত্রা বিলম্বিত হচ্ছে।
ওয়ানডে নতুন আসা ডানহাতি পেসার নাহিদ রানা ও জাতীয় দলে ফেরা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ বাকিদের সঙ্গে আমিরাতের ভিসা পাননি। তারা আছেন অপেক্ষায়।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস দ্য ডেইলি স্টারকে বলেছেন, তারা আশাবাদী কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা পেয়ে যাবেন তারা। ভিসা পেলে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের ফ্লাইট ধরবেন এই দুজন।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল। এখন যেতে না পারায় প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন নাহিদ-নাসুম। আজ রাতে তারা দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন ঘাটতির ব্যাপার থাকছে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
Comments