টাইগারদের 'বড় খেলোয়াড়ে' পরিণত করাই সালাহউদ্দিনের লক্ষ্য

সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। মাঝে দুই একটা ম্যাচ জিতলেও অধিকাংশ ম্যাচেই ভরাডুবি। এই অবস্থা থেকে বের হতে সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে যোগ হয়েছেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। টাইগারদের বড় খেলোয়াড়ে পরিণত করতে সঠিক মানসিকতা গড়ে তোলাই জাতীয় দলে তার প্রধান লক্ষ্য হবে বলে জানালেন এই কোচ। 

মাশরাফি বন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের পর আদতে বড় খেলোয়াড় বলতে কেউ নেই বাংলাদেশে। মোস্তাফিজুর রহমান কিংবা লিটন দাস অনেক দিন থেকে খেললেও সেই অর্থে ধারাবাহিক নন। সাকিব-মাশরাফিদের মতো তারকা খ্যাতিও পাননি। অথচ বর্তমানে আগের চেয়ে অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন খেলোয়াড়রা।

কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাহউদ্দিন যোগ দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এখনো গণমাধ্যমের মুখোমুখি হননি। শুক্রবার বিসিবির এক ভিডিও বার্তায় বলেছেন, 'আমরা যারা বলি সাকিব, তামিম, মুশফিকরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে, ওটা যদি না ভাঙতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ক্রিকেট এগোয়নি।'

'পরবর্তী প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো খেলোয়াড় হতে পারে, বড় হতে পারে। সেটা অসম্ভবও নয়। এখন খেলোয়াড়েরা মেন্টালি, ফিজিক্যালি ও আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী। যেটা হয়তো আগে ছিল না। এখন ভালো করার সুযোগ বেশি,' যোগ করেন এই কোচ।

জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ পেয়েও কেন বড় খেলোয়াড়ে পরিণত হতে পারছেন না তার একটি ব্যাখ্যাও দিয়েছেন সালাহউদ্দিন, 'এইচপি বা অনূর্ধ্ব-১৯-এর খেলোয়াড়দের লক্ষ্য জিজ্ঞেস করলে বলবে জাতীয় দলে খেলতে চাই। স্বপ্নটা কিন্তু ওখানেই থেমে গেল। জাতীয় দলে খেললে এরপর কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে সেটা তারা জানে না।'

এই সমস্যার সমাধানের উপায়ও বললেন এই কোচ, 'যারা এতদিন খেলছে, তাদের আসলে কী ধরনের লক্ষ্য হওয়া উচিত, মেন্টালিটি হওয়া উচিত, কীভাবে আরও বড় খেলোয়াড় হওয়ার জন্য নিজেকে মোটিভেট করা উচিত, এই ছোট ছোট কাজগুলো করে। বড় কাজ তা নয়। এই ছোট কাজগুলো যদি করা যায়, বিশেষ করে ড্রেসিংরুমে এবং ড্রেসিংরুমের বাইরে কীভাবে চিন্তা করবে, সেই চিন্তার জায়গাটা যদি আরও পরিষ্কার করে ধারণা দেওয়া যায়, তাদের আরও ভালো ভবিষ্যৎ সামনে আছে।'

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলে সাকিব, তামিম, মুমিনুল সহ অনেক তারকা খেলোয়াড়দেরই পছন্দের কোচ সালাহউদ্দিন। অফফর্মে থাকলে কিংবা নিজেদের যে কোনো সমস্যা সমাধানে তার দ্বারস্থ হন তারা। দেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচও তিনি। এখন দেখার বিষয় জাতীয় দলে তার অধ্যায় কেমন হয়। যদিও এর আগেও স্বল্প মেয়াদে জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

 

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago