‘গতি কিনতে পাওয়া যায় না, শেখানোও যায় না’

Nahid Rana

টেস্টে গতির ঝড় তুলে আগেই নজর কেড়েছেন নাহিদ রানা। বাংলাদেশের এই ২২ পেরুনো তরুণ এবার সাদা বলেও নিজের সামর্থ্যের ছাপ রাখলেন। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতি তুলে বারবার ভড়কে দিলেন ব্যাটারদের। ডানহাতি এই পেসারের ঝলকে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

সোমবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যদি কোন প্রাপ্তি থাকে তবে সেটা নাহিদ রানা। সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের কাছে ৫ উইকেটে হেরেছে দল, তবে রান ডিফেন্ড করতে গিয়ে নাহিদ দেখিয়েছেন তিনি সামনে সাদা বলেও মোড় ঘুরানোর নায়ক হতে পারেন।

ওয়ানডে অভিষেকে ১০ ওভার বল করে ৪০ রানে ২ উইকেট নেন নাহিদ। প্রথম স্পেলে ৫ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। ১৪৫ কিমির উপর গতি তুলছিলেন নিয়মিত, দেড়শো ছাড়িয়েও গেলেন একাধিকবার। দলের বাকি বোলারদের থেকে সহজেই আলাদা করা যাচ্ছিল তাকে। বাকিদের বলে যেখানে চাপ সরে যাচ্ছিলো, নাহিদ বল করতে আসলেই কিছু একটা ঘটার আভাস তৈরি হচ্ছিলো।

ম্যাচ না জিতলেও নাহিদ তার কাজটা করতে পেরেছেন। আগামীতে বড় কিছুর আভাস দিয়েছেন। সিরিজ শেষে গণমাধ্যমে কথা বলতে এসে এই তরুণের প্রতি সিমন্স জানান তার মুগ্ধতার কথা, 'আমার মনে হয় গতি আপনি বাজারে কিনতে পারবেন না, কাউকে শেখাতে পারবেন না। সে রোমাঞ্চকর প্রতিভা। তাকে যত্ন করে গড়ে নিতে হবে। তাকে দেখে আমার খুব ভালো লেগেছে।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago