পুরো পিএসএলে খেলার এনওসি পেলেন লিটন-রিশাদ, রানার মিলল আংশিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরো মৌসুমে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেলেন ব্যাটার লিটন দাস ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে গতিময় পেসার নাহিদ রানার মিলল আংশিক সময়ের জন্য এনওসি।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি পেয়েছেন তিন ক্রিকেটার।
পিএসএলের আসন্ন মৌসুম আগামী ১১ এপ্রিল শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। অন্যদিকে, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল প্রায় একই সময়ে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম দ্বিতীয় টেস্ট গড়াবে ২৮ এপ্রিল।
প্রথম টেস্ট খেলার পর রানা পিএসএলে যাওয়ার অনুমতিপত্র পেয়েছেন। দ্য ডেইলি স্টারকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পিএসএলের পুরো মৌসুমে খেলতে দেওয়া হচ্ছে না তাকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না লিটন। তাই তাকে পুরো পিএসএলের জন্য ছাড়া হয়েছে। অন্যদিকে। রিশাদের এখনও টেস্ট অভিষেক হয়নি। আপাতত লাল বলের ক্রিকেটের জন্য নির্বাচকদের ভাবনায় নেই তিনি। সেকারণে তিনিও গোটা আসরে খেলার এনওসি পেয়েছেন।
পিএসএলের দশম আসরের জন্য লিটনকে দলে টেনেছে করাচি কিংস। রানাকে স্কোয়াডে নিয়েছে পেশোয়ার জালমি। খেলোয়াড় ড্রাফটে তারা ছিলেন গোল্ড ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার ডলার। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তিনি ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। তার পারিশ্রমিক ৮৫ হাজার ডলার।
Comments