বোর্ডার-গাভাস্কার ট্রফি

ভারতকে হারিয়ে দশ বছরের খরা কাটাতে চান কামিন্স

pat cummins

অবাক করার মতই ব্যাপার। গত তিন-চার বছরে অস্ট্রেলিয়া জিতেছে বৈশ্বিক সব শিরোপা। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর গত বছর ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপও জেতে তারা। ভারতকে হারিয়ে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও তুলে ধরেন প্যাট কামিন্স। তবে দুই দলের আকর্ষণীয় দ্বৈরথ বোর্ডার-গাভাস্কার ট্রফি ১০ বছর ধরে জেতা হয় না অস্ট্রেলিয়ার। এবার সেই খরা কাটানোর পালা দেখছেন কামিন্স।

ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির সর্বশেষ চারটা সিরিজই জিতেছে ভারত। এরমধ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে তারা পর পর দুবার সিরিজ জিতে ফিরেছে। ২০২০ সালে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টের পর দেশে ফিরে যান, চোট সমস্যায় জর্জরিত হয়ে পড়ে ভারত। তারা পরে পায়নি রোহিত শর্মা, জাসপ্রিট বুমরাহকেও। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে তাক লাগিয়ে দেয়।

এবার প্রেক্ষাপট ভিন্ন। অস্ট্রেলিয়া সব দিক থেকে আগের থেকে বেশ পোক্ত। এদিকে ভারতও নেই সেরা ছন্দে। কদিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। প্রথম টেস্টে ভারত পাচ্ছেন না নিয়মিত অধিনায়ক রোহিতকে। এই সিরিজে তার পরিষ্কার ফেভারিট অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার পার্থে টেস্ট শুরুর আগের দিন কামিন্স জানালেন, এবার তারা ১০ বছরের খরা কাটাতে মরিয়া,  'আমার মনে হয় ড্রেসিংরুমের অর্ধেকেরই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতার অভিজ্ঞতা নেই। কাজেই এটা অনেকটা শেষ একটা লক্ষ্য যা পূরণ বাকি আছে।' 

'গত কয়েক বছরে প্রায় প্রত্যেকটা চ্যালেঞ্জে আমরা জিতেছি। আমরা চূড়ায় উঠেছি, ভালো করেছি। আমার মনে হয় আরেকটি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে এই সিরিজ জিততে পারলে একটা পূর্ণতা আসবে। আমরা ভারতের মতন সেরা দলের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত।'

পার্থের অপটাস স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে শুরু হবে আলোচিত বোর্ডার-গাভাস্কার ট্রফি।

Comments

The Daily Star  | English

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

20m ago