কনস্টাসকে বাড়ির আঙিনা ভেবে খেলার পরামর্শ কামিন্সের

sam konstas and pat cummins

১৮-১৯ বছর বয়েসে টেস্ট অভিষেক হওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিতে বেশ বিরল। বক্সিং ডে টেস্টে এবার সেই ছোট্ট ক্লাবে যুক্ত হচ্ছে স্যাম কনস্টাসের নাম। মাত্রই ১৯ পেরিয়েছেন তিনি, প্রথম শ্রেণীতে খেলেছেন স্রেফ ১১ ম্যাচ। অল্প বয়স ও অভিজ্ঞতা নিয়ে দ্বিগুণ বয়েসের উসমান খাওয়াজার ওপেনিং সঙ্গী হিসেবে বিগ গ্রিন ক্যাপ পাবেন কনস্টাস। মেলবোর্নে ৯০ হাজার দর্শকের সামনে যা বেশ চাপেরও। তবে নিজের অভিজ্ঞতা থেকে কনস্টাসকে অভয় দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

অতি অল্প বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নামার সবর্শেষ উদাহরণে নাম প্যাট কামিন্সের। ২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এক যুগের মধ্যে কামিন্সের পর কনস্টাস হবেন দ্বিতীয় কনিষ্ঠ অজি টেস্ট ক্রিকেটার। সব মিলিয়ে ইতিহাসে কনস্টাস হতে যাচ্ছেন চতুর্থ কনিষ্ঠ অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার, কামিন্সের নাম যেখানে দ্বিতীয়।

একদিক থেকে অবশ্য কনস্টাস ইতিহাসই লিখে ফেলছেন। ওপেনার হিসেবে টেস্টে তারচেয়ে কম বয়েসে অভিষেক হয়নি আর কোন অস্ট্রেলিয়ানের।

বিশাল রোমাঞ্চের হাতছানির মধ্যে স্নায়ুচাপে ভোগা খুব স্বাভাবিক। সেটা আঁচ করতে পারেন কামিন্স। ম্যাচের আগের দিন তাই দলের সবচেয়ে কমবয়েসী খেলোয়াড়ের কাঁধে রাখলেন ভরসার হাত,

'স্যামকে বলেছি, আমি ১৯ বছর বয়েসী হিসেবে অনেক স্বাধীনতা পেয়েছিলাম। এত অল্প বয়সে তোমার যাত্রা শুরু হচ্ছে তাও বক্সিং ডে টেস্টে। এরচেয়ে ভালো কিছু হয় না। এটা উপভোগ করো।'

কামিন্স কনস্টাসকে হালকা রাখতে সহজ থাকার পরামর্শ দিয়েছেন, 'আমিও খুব রোমাঞ্চিত ছিলাম, এখন স্যাম যেমন আছে। তাকে বলেছি মনে কর বাড়ির আঙিনায় খেলছো। বেশি চিন্তা না করে নিজের খেলাটা উপভোগ করো। খেলা শুরু হয়ে গেলে সব চাপ উবে যাবে।'

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago