ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিং নিল বাংলাদেশ

ছবি: বিসিবি

টেস্টে নেতৃত্বের অভিষেকে টস ভাগ্য গেল মেহেদী হাসান মিরাজের পক্ষে। বাংলাদেশ অধিনায়ক আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিলেন। তার মতে, বেশ উইকেট ভালো হলেও প্রথম ঘণ্টায় বোলিংয়ে সুবিধা আদায় করা যেতে পারে।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে সফরকারী বাংলাদেশ। প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

টেস্টে এই মাঠে বাংলাদেশের রয়েছে কিছু দুঃসহ স্মৃতি। সবশেষ দুই সফরেই অ্যান্টিগায় প্রথম ইনিংসে তাদের ব্যাটিং বিপর্যয় ঘটেছিল। ২০১৮ সালে প্রথম ইনিংসে স্রেফ ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল তারা। এই সংস্করণে এটি টাইগারদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

পেস সহায়ক উইকেটের জন্য ক্যারিবিয়ানরা একাদশ ঘোষণা করেছিল আগের দিনই। তারা পাঁচ পেসার রেখেছে। অভিজ্ঞ কেমার রোচের পাশাপাশি বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে আছেন আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গ দেবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক মিরাজের নেতৃত্বে নামতে যাওয়া একাদশে বিশেষজ্ঞ পেসার তিনজন। তারা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিন আক্রমণে থাকছেন মিরাজ ও তাইজুল ইসলাম।

এই ম্যাচ দিয়ে একসঙ্গে ৫০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করছেন অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ ও বাঁহাতি স্পিনার তাইজুল। কার আগে অভিষেক, সেই বিবেচনায় এই অর্জনের স্বাদ নেওয়া বাংলাদেশের অষ্টম ক্রিকেটার তাইজুল, নবম মিরাজ।

বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেডেন সিলস।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

54m ago