বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে রাসেল, হোপ, রাদারফোর্ডকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

sherfane rutherford

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ছন্দে থাকা ব্যাটার শেরফাইন রাদারফোর্ড ও ওয়ানডে অধিনায়ক শেই হোপকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। বিগ ব্যাশের জন্য এই দুজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তারা না থাকলেও দলে ফিরেছেন ব্যাটার জনসন চালর্স। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ খেলতে না পারা আন্দ্রে রাসেলও ফেরেননি এই সিরিজে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার আকিল হোসেন প্রথম দুই ম্যাচ খেলার পর চলে যাবেন বিগ ব্যাশে। তার বদলে শেষ ম্যাচে যোগ দেবেন পেসার জেডন সিলস।

ওয়ানডেতে ভালো খেলায় টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ব্যাটার কেসি কার্টি ও পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেইভসকে।

প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপ মাথায় নিয়েই দল সাজাচ্ছেন তারা, 'স্কোয়াডডা সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে এভেইলেবল খেলোয়াড়দের নিয়ে। আমার মনে হচ্ছে এটা আমাদের থিতু একটি দল। আমরা বড় দিনের আগে ক্যারিবিয়ানের মানুষকে আরেকটা সিরিজ জয় উপহার দিতে চাই।'

সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডিয়ান্সে হবে তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ সময় অনুযায়ী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ম্যাচগুলো শুরু হবে সকাল ৬টায়।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রেইভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন, আলজেরি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্পিঙ্গার। তৃতীয় ম্যাচে আকিল হোসেনের জায়গায় যোগ দেবেন জেডন সিলস।

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

21m ago