আইপিএলের নিলামে নজরে থাকবেন পাঁচ দেশের যে পাঁচ তারকা

Mitchell Starc- Rishabh Pant

আগামী তিন আসরের জন্য আইপিএলের মেগা নিলাম হবে রবি ও সোমবার। সৌদি আরবের জেদ্দায় এই নিলামে থাকছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম। এরমধ্যে কয়েকজন থাকবেন আকর্ষণের শীর্ষে। চড়া দামে বিক্রি হতে পারেন তাদের কেউ কেউ।

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া):

গত বছর কোলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে ২৪ কোটি ৫০ লাখ রুপি দিয়ে কিনেছিল। বামহাতি এই পেসার কেকেআরকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে নিলামের আগে কলকাতা তাকে ছেড়ে দেয়। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম উঠবে স্টার্কের। নিশ্চিতভাবেই গতিময় এই পেস তারকাকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হতে পারে। আবারও চড়া মূল্য পেতে পারেন অস্ট্রেলিয়ান পেসার।

রিশভ পান্ত (ভারত):

গুরুতর গাড়ি দুর্ঘটনার পর এক বছরেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে থাকার পর গত আইপিএলে ফেরেন রিশভ পান্ত। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা পান্তকে এবার নিলামের জন্য ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বাঁহাতি আগ্রাসী এই কিপার ব্যাটার নিলামের সবচেয়ে আকর্ষণীয় নাম। তার ভিত্তিমূল্যও ২ কোটি রুপি। তার রেকর্ড দামে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড):

ইংল্যান্ডের টেস্ট কিংবদন্তি জেমস অ্যান্ডারসন প্রথমবারের মতো আইপিএলে অংশ নিতে চান। টেস্টে ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে আগ্রহী। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। নিলামে অ্যান্ডারসন দল পান কিনা দেখার বিষয়।

ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা):

'কিলার মিলার' নামে পরিচিত দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ১৪০ এর স্ট্রাইক রেটে খেলেন। দেড় কোটি রুপির ভিত্তিমূল্যে নিলামে আছেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটার।

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড):

গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেন রচিন রবীন্দ্র। বাঁহাতি এই পেস অলরাউন্ডার সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্টে দেখান ঝলক। সব সংস্করণেই কার্যকর রবীন্দ্র নিলামে থাকছেন দেড় কোটি ভিত্তিমূল্যে। তাকেও নিতে চাইবে যেকোনো দল। বেশ ভালো মূল্যই পেতে পারেন এই ক্রিকেটার।

এই তারকাদের পাশাপাশি আরও অনেক দক্ষ ক্রিকেটার নিলামে অংশ নেবেন। আগামী মার্চে শুরু হবে আইপিএলের নতুন আসর।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

4h ago