৭ উইকেট হারিয়ে হার দেখছে বাংলাদেশ

দুর্দান্ত বোলিংয়ে আশা জাগিয়েছিলেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ করে দেন দেড়শ রান পার করতেই। তাতে লক্ষ্যটা দুরূহ হয়ে ওঠেনি। তবে ব্যাটাররা সেই লক্ষ্য দুরূহ বানিয়ে ছেড়েছেন। আবারও ব্যাটিং ব্যর্থতায় হার দেখতে শুরু করেছে টাইগাররা। সাত উইকেট হারিয়ে ধুঁকছে দলটি।
সোমবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১০৯ রান করেছে বাংলাদেশ। এখনও ২২৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। সকালে কিছুটা বিস্ময় জাগিয়ে আগের দিনের ৯ উইকেটে করা ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে তারা। তখন ১৮১ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। এরপর ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ১৫২ রানে গুটিয়ে দেয় টাইগাররা।
তবে বোলারদের সাফল্য ম্লান করে দিয়েছেন টাইগার ব্যাটাররা। ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরে আসেন জাকির হাসান। কেমার রোচের অফ স্টাম্পের বাইরে রাখা শর্ট বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান ওপেনার। রানের খাতা খুলতে পারেননি তিনি। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। জেডেন সিলসের অফস্টাম্পের বেশ বাইরে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা দিতে গিয়ে বিপদ ডেকে আনেন। ব্যাটের কানায় লেগে চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো জাস্টিন গ্রিভসের হাতে। ১০ বলে ৬ রান করেন এই ওপেনার।
ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন শাহাদাত হোসেনও। শুরু থেকেই ধুঁকতে থাকা এই ব্যাটার আউট হয়েছেন কেমার রোচের ভেতরে ঢোকা বলে। গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে। তবে জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে তাকে ফেরায় ক্যারিবিয়ানরা। রিপ্লেতে দেখা যায় কিপারের হাতে যাওয়ার আগে গ্লাভসে চুমু খেয়ে যায় বল। ২২ বলে ৪ রান করেন তিনি।
হতাশ করেছেন প্রথম ইনিংসে ফিফটি পাওয়া মুমিনুল হকও। অবশ্য এদিন অস্বস্তিতে ভুগছিলেন শুরু থেকেই। সামার জোসেফের বলে টানা দুই বলে জীবনও পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত রোচের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। বাঁ দিকে একেবারে নিচু হওয়া ক্যাচটি অবশ্য দারুণ দক্ষতায় ধরেছেন এই পেসার। ৩৬ বলে ১১ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।
২৩ রানে চার উইকেট হারিয়ে লিটনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৬ রানের জুটি গড়ে আশা দেখাচ্ছিলেন তারা। তবে লিটন দাসের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। সামার জোসেফের বলে ছক্কা হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন আলজেরি জোসেফের হাতে। ১৮ বলে ২টি চারের সাহায্যে ২২ রান করেন লিটন।
এরপর জাকের আলীকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন মিরাজ। খেলছিলেনও দারুণ। তবে ৪৩ রানের জুটির পর উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার দুর্দান্ত ক্যাচে বিদায় নেন টাইগার অধিনায়ক। সিলসের অফস্টাম্পের বেশ বাইরের বলে খোঁচা মারতে গিয়ে আউট হন তিনি। ৪৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় করেন ৪৫ রান। এরপর তাইজুলকে বোল্ড করে নিজের তৃতীয় শিকার ধরেন সিলস। তবে দিনের বাকিটা হাসান মাহমুদকে নিয়ে শেষ করেন ১৫ রানে অপরাজিত থাকা জাকের। হাসান রানের খাতা এখনও খুলতে পারেননি।
Comments