এখনো অনেক কাজ বাকি: বুমরাহ

Jasprit Bumrah
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের আগে বেশ ব্যাকফুটে ছিলো ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর সেরা একাদশও নামাতে পারেনি তারা। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন না ব্যক্তিগত কারণে, শুবমান গিল ছিটকে গিয়েছিলেন চোটে। এই অবস্থায় অনভিজ্ঞ একাদশ নিয়েই দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় ভারত। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় তারা। দারুণ এই জয়ে এখন আবার উড়তে থাকা স্বাভাবিক। তবে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা বুমরাহ বলছেন, এখনো অনেক কাজই বাকি।

পার্থ টেস্টে শুরুতে ব্যাট করতে গিয়ে ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। এরপর বুমরাহর ম্যাচে ফেরান তার দলকে। ৫ উইকেট নিয়ে অজিদের আটকে দেন ১০৪ রানে। পরে যশ্বসি জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জিতে ২৯৫ রানে। যা অস্ট্রেলিয়ার মাঠে ভারতের টেস্টে সবচেয়ে বড় জয়।

এই ম্যাচের পর অস্ট্রেলিয়ান এক গণমাধ্যমে বুমরাহ জানান তাদের পা মাটিতেই থাকছে,  'যেভাবে সিরিজ শুরু করতে পেরেছি তাতে অবশ্যই খুশি। তবে মনে রাখা লাগবে অনেক কাজ বাকি। হার থেকে যেমন শেখার আছে, জয় থেকেও শেখার আছে। আমরা সেই শিক্ষা নিয়েই এগুবো।'

প্রথম ইনিংসে ৩০ রানে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৩ উইকেট নেওয়া বুমরাহই হন ম্যাচ সেরা। তবে নিজের কৃতিত্বের চেয়ে দলের জয়েই বেশি আনন্দ তার,  'পাঁচ উইকেট নেওয়ার চেয়ে খুশি দল জিতেছে। একটা নতুন আদলের দল নিয়ে খেলেছি। তবে সবাই নিজেদের দক্ষতায় আস্থা রেখেছে। আমরা যা বলি তা করে দেখানোর চেষ্টা করি। দল নিয়ে আমি গর্বিত।'

এই ম্যাচে দুজন ক্রিকেটারের অভিষেক করে ভারত। পেস অলরাউন্ডার হিসেবে খেলেন নিতিশ কুমার রেড্ডি, পেসার হিসেবে হারশিত রানা। নিতিশ প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ রান করেন। দ্বিতীয় ইনিংসে পান উইকেট। হারশিত দুই ইনিংসেই ভালো বল করেন। এই দুজনকে নিয়েও বেশ তৃপ্ত বুমরাহ,  'দুজনকে (হারশিত রানা ও নিতিশ কুমার রেড্ডি) নিয়ে আমি খুব খুশি। প্রথম টেস্ট খেলতে নেমে ওরা ঠান্ডা মাথা রেখেছে। কোন চাপ নেয়নি। ওরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলো। কঠিন টাস্ক দিলেও সেটা করতে প্রস্তুত ছিলো, এটা ইতিবাচক।'

অ্যাডিলেডে দুই দলের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। সেই টেস্ট ফিরবেন নিয়মিত অধিনায়ক রোহিত। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এগিয়ে থাকা ভারত সিরিজ ধরে রাখতে দিবারাত্রীর অ্যাডিলেড টেস্টে বেশ আত্মবিশ্বাস নিয়েই নামবে।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

2h ago