পাকিস্তান দলে ফিরলেন বাবর

অবশেষে পাকিস্তান দলে ফিরেছেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে দল থেকে বাদ পড়ার পর জিম্বাবুয়েতে সাদা বলের দুই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণেই তাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাবর তিন সংস্করণে ফিরলেও শাহিন শাহ আফ্রিদিকে ফেরানো হয়েছে কেবল সাদা বলের সিরিজ দুটিতে। আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বিবেচনা করে এই তারকা ফাস্ট বোলারকে ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। ফিটনেস সমস্যার কারণ বিবেচনা করা হয়নি ওপেনার ফখর জামানকে।

এছাড়া উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে সাজিদ খানের বাদ পড়া। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও দলে রাখা হয়নি তাকে। সে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। তার জায়গায় পেসার মোহাম্মদ আব্বাসকে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রত্যাশিত পেস-বান্ধব অবস্থার কথা ভেবেই পেসার বাড়ানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের স্কোয়াড:

টেস্ট স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব এবং সালমান আলী আগা।

ওয়ানডে স্কোয়াড:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম, তৈয়ব তাহির এবং উসমান খান।

টি-টোয়েন্টি স্কোয়াড:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির এবং উসমান খান।

Comments

The Daily Star  | English

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

28m ago