বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শক্তি কমল উইন্ডিজের

শামার জোসেফ। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পেস আক্রমণের শক্তি কমল ওয়েস্ট ইন্ডিজের। চোটের ছোবলে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। তাই বাধ্য হয়ে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে হলো ক্যারিবিয়ানদের।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ফোর্ড ও শামারের শূন্যস্থান পূরণে ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।

২৯ বছর বয়সী ডানহাতি পেসার মিন্ডলি ২০২২ সালে উইন্ডিজের হয়ে একটি টেস্ট খেলেছিলেন। তবে ওয়ানডে দলে এবারই প্রথম ডাক মিলেছে তার। ২২ বছর বয়সী ডানহাতি পেসার ব্লেডস আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। আগে কখনও জাতীয় দলে সুযোগ হয়নি তার।

ম্যাথু ফোর্ড। ছবি: এএফপি

মূলত পুরনো চোটই ভোগাচ্ছে ফোর্ডকে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাওয়া ঊরুর চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি তিনি। তার পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। শামার পায়ে চোট পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে সদ্যসমাপ্ত জ্যামাইকা টেস্টে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘরোয়া ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতা সুপার ফিফটি কাপে দারুণ বোলিংয়ের সুবাদে জাতীয় দলের দুয়ার খুলে গেছে মিন্ডলি ও ব্লেডসের। গত নভেম্বরে শেষ হওয়া আসরে সাত ম্যাচে পেসারদের মধ্যে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেন মিন্ডলি। পাঁচ ম্যাচ খেলে ১৪ উইকেট নেন ব্লেডস।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর মাঠে গড়াবে ৫০ ওভারের ক্রিকেটের লড়াই। এর আগে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

His death came just a day after he delighted the crowds of worshippers at the Vatican on Easter Sunday with an appearance on the balcony at Saint Peter's Basilica.

41m ago