তৃতীয় টি-টোয়েন্টি

রান আউট নাটকীয়তায় ফিরে আসা জাকেরের ব্যাটে বাংলাদেশের বিশাল পুঁজি

Jaker Ali Anik
ফিফটির পথে জাকের অলি অনিক। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

রানআউট হয়ে গেছেন ভেবে ড্রেসিংরুমে ফেরত চলে গিয়েছিলেন জাকের আলি অনিক। আম্পায়াররা নিজেদের ভুল বুঝতে পেরে ড্রেসিংরুম থেকে তাকে ফিরিয়ে আনেন, রান আউট দেয়া হয় শামীম হোসেন পাটোয়ারিকে। ফিরে আসা জাকের দ্বিতীয় জীবন কাজে লাগিয়ে বাংলাদেশকে এনে দিলেন বড় সংগ্রহ।

সেন্ট ভিনসেন্টে শুক্রবার বাংলাদেশ সময় সকালে শুরু ম্যাচে আগে ব্যাটিং বেছে লিটন দাসের দল করেছে ১৮৯  রান। ১৭ রানে ড্রেসিংরুম থেকে ফিরে জাকের শেষ পর্যন্ত করেন ৪১ বলে ৭২ রান।  ৩ চারের সঙ্গে তিনি মেরেছেন ৬ ছক্কা।

জাকের এদিন আরেকটা দৃশ্যেও নজর কেড়েছেন সবার। বাউন্ডারি লাইনে বল ধরে গিয়ে ওবেদ ম্যাককয় চোট পড়ে মাটিতে লুটিয়ে পড়লে স্পোর্টিং মানসিকতা দেখিয়ে বাড়তি রান নিতে চাননি তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার  জাকের।

টস জিতে খেলতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। সৌম্য সরকারের চোটে সুযোগ পেয়ে ঝড় তুলেন পারভেজ হোসেন ইমন, তার সঙ্গে মিলে বাজে ছন্দ কাটানোর আভাস দিচ্ছিলেন লিটন দাসও। ৪ ওভারে চলে আসে ৪০ রান। পঞ্চম ওভারে জোর করে পুল মারার চেষ্টায় ফেরেন ১৩ বলে ১৪ করা লিটন, নিজের অবস্থানকে করে যান প্রশ্নবিদ্ধ। পরের ওভারে আরেক ছক্কা মারার পর বিদায় নেন ইমনও। পাওয়ার প্লেতে আসে ২ উইকেটে ৫৪ রান।

এদিন আকিল হোসেন না থাকায় পাওয়ার প্লেতে স্পিনার আনেনি ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের পর গুডাকেশ মোটি এসে তুলে নেন তানজিদ হাসান তামিমকে। এই তরুণও পুরো সিরিজে ব্যর্থ। এবার ফেরেন ৯ বলে ৬ রান করে। এরপর দলকে এগিয়ে নিতে থাকেন মেহেদী হাসান মিরাজ। জাকের আলি অনিকের সঙ্গে গড়ে তুলেন জুটি। ৩১ বলে ৩৭ রানের জুটির পর ২০ বলে ২৭ করে ছক্কার চেষ্টায় থামেন মিরাজ।

এরপর জাকেরের সঙ্গে যুক্ত হন শামীম হোসেন পাটোয়ারি। প্রথম দুই ম্যাচের হিরো এবার ব্যর্থ, ৪ বলে ২ রান করে হোন রান আউট। যদিও এই রান আউট নিয়ে হয় নাটকীয়তা, জাকেরকে শুরুতে আউট দেওয়ায় তিনি চলে যান ড্রেসিংরুমে। পরে চতুর্থ আম্পায়ারকে তাকে সেখান থেকে ফিরিয়ে আনেন, আউট দেয়া হয় শামীমকে। খানিক পর আরেক রান আউট, এবার বিদায় নেন শেখ মেহেদী হাসান। 

বাকি পথে দলকে টেনে নেন জাকের। সপ্তম উইকেটে তানজিম হাসান সাকিবকে নিয়ে গড়েন ইনিংসের সবচেয়ে বড় জুটি। বলাই বাহুল্য ২৬ বলে ৫০ রানের জুটির বেশিরভাগ রানই আসে জাকেরের ব্যাটে। শেষটাও টানেন তিনি, শেষ ওভারে পর পর মারেন বিশাল তিন ছক্কা, বাংলাদেশের রান নিয়ে যান দুইশোর কাছে। সেন্ট ভিনসেন্টের উইকেটে যা বেশ বড় সংগ্রহ। 

Comments

The Daily Star  | English
Women's Affairs Reforms Commission

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

9h ago