চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড দলে রুট, নেই স্টোকস

ছবি: এএফপি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর প্রায় দুই মাস আগে স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। এক বছর পর ওয়ানডে দলে ফেরানো হলো অভিজ্ঞ ব্যাটার জো রুটকে। তবে চোটের কারণে জায়গা হয়নি অলরাউন্ডার ও ইংলিশদের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের।

রোববার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষিত স্কোয়াডের সদস্য সংখ্যা ১৫ জন। এই দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা।

রুট সবশেষ এই সংস্করণে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। শিরোপাধারী হিসেবে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওই আসরে গিয়ে নয় ম্যাচের মাত্র তিনটিতে জিতে প্রথম পর্ব থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। ৩৪ ছুঁইছুঁই রুট ৩০.৬৬ গড়ে করেছিলেন ২৭৬ রান।

স্টোকসকেও শেষবার ৫০ ওভারের ক্রিকেটে দেখা গিয়েছিল গত বিশ্বকাপে। তিনি ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। গত সপ্তাহে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। চোট পাওয়া স্টোকস দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি।

জস বাটলার গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর কোনো ওয়ানডে খেলেননি। উইকেটরক্ষক-ব্যাটারকে ফেরানো হয়েছে অধিনায়ক হিসেবেই। তার মতো চলতি বছর এই সংস্করণে কোনো ম্যাচ খেলেননি দলে থাকা দুই পেসার মার্ক উড ও গাস অ্যাটকিনসন। উড সেরে উঠেছেন কনুইয়ের চোট থেকে।

ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছে পেসারদের আধিক্য। উড ও অ্যাটকিনসনের পাশাপাশি আছেন জফরা আর্চার, সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স ও জেমি ওভারটন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রাখা হয়েছে আদিল রশিদকে। স্পিন আক্রমণে তাকে সাহায্য করতে পারেন রুট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল।

ওপেনার হিসেবে খেলার দৌড়ে এগিয়ে আছেন ফিল সল্ট ও বেন ডাকেট। বাটলার, রুট, লিভিংস্টোন ও বেথেলের সঙ্গে ব্যাটিং বিভাগের বাকিরা হলেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করা হয়নি। মূল আয়োজক পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ একটি দেশে হবে ভারতের ম্যাচগুলো। এর আগে ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা।

ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রাশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago