বিপিএল

‘ওতপ্রোতভাবে’ সিলেটের সঙ্গে থাকা মাশরাফির খেলা নির্ভর করছে ‘পরিস্থিতির উপর’

mashrafe mortaza
মাশরাফি বিন মর্তুজার মতে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটে অনেক কিছু দিবেন। ছবি: ফিরোজ আহমেদ

সিলেট স্ট্রাইকার্সের পথচলায় শুরু থেকেই জড়িয়ে আছে মাশরাফি বিন মর্তুজার নাম। তিনিই আগে নেতৃত্ব দিয়েছেন দলটির। এবার ড্রাফট থেকে মাশরাফিকে স্কোয়াডে নিলেও তার খেলা টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি। কেন অনিশ্চয়তা নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ ফিটনেসের কথা বললেও তা পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট।

সোমবার থেকে শুরু হবে বিপিএল, মঙ্গলবার সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। শনিবার তাই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলটি। সব ক্রিকেটার থাকলেও এই অনুশীলনে ছিলেন না মাশরাফি।

গণমাধ্যমকে কোচ ইমন বলেন,   'আমাদের স্কোয়াডের অবস্থা- স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই এভেইলেবল ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা অন দ্য ওয়ে।'

সবাই থাকলেও মাশরাফি কেন নেই এই প্রশ্নের জবাবে ফিটনেসের কারণ সামনে আনেন ইমন,  'মাশরাফি আমাদের স্কোয়াডে এখনও আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (মাশরাফির খেলা)- ও কী ফিল করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।'

'কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করে।'

ফিটনেসের কারণ বোঝা গেলেও আলাদা করে 'পরিস্থিতি' শব্দের উপর জোর দিয়ে ইমন ইঙ্গিত দেন অন্য কিছুর দিকে।

জানা গেছে, রাজনৈতিক কারণেই সাকিব আল হাসানের মতন মাশরাফির বিপিএল খেলাও পড়েছে অনিশ্চয়তায়। দুজনেই ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সাংসদ ছিলেন। দল ক্ষমতা হারানোর পর তাদেরকে একাধিক মামলায় আসামী করা হয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছেন না মাশরাফি। অনুশীলনের বাইরে থাকায় ফিটনেস ঠিক থাকা স্বাভাবিকভাবেই কঠিন।

তবে মাশরাফিকে নিয়ে এখনো হাল ছাড়তে চায় না সিলেট। তার জন্য আরও অপেক্ষা করা হবে জানিয়েছেন দলটির কোচ,  'যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।'

মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তার মতন এখনো অধিনায়ক নিয়েও সিদ্ধান্তহীনতায় সিলেট। টুর্নামেন্টের দুদিন আগেও কাকে নেতৃত্বের ভার দিবে তারা তা ঠিক করতে পারেনি। সেটা নিয়ে সভা করার কথা বললেন ইমন,  'অধিনায়ক আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি। আজকে আমাদের মালিকসহ কোচিং স্টাফদের মিটিং আছে। আজকেই ঘোষণা করবো।'

Comments

The Daily Star  | English

‘For 15 years I fought for BNP leaders and activists, today they pushed me’

Rumeen Farhana says she was almost knocked down during clash at EC over Brahmanbaria boundaries

2h ago