বিপিএলে অধিনায়ক না হলেই বরং স্বস্তি!

Mohammad Mithun & Tamim Iqbal
এবার বিপিএলে চিটাগং কিংসকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন, ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের প্রথম ম্যাচ শুরুর আগের রাতে গিয়ে জানা গেল সবগুলো দলের অধিনায়কের নাম। সেখানে আছে একাধিক চমক। এই চিত্র অবশ্য নতুন নয়, চরম অপেশাদার আদলে চলতে থাকা ফ্র্যাঞ্চাইজি এই আসরে টসের আগেও অধিনায়ক বদলের ঘটনা আছে একাধিক। এখন তাই অনেক খেলোয়াড় অধিনায়ক না হতে পারলেই স্বস্তি বোধ করেন।

এমনিতে বিপিএল শুরুর আগের দিন অন্তত সব দলের অধিনায়ক নিয়ে হয় ফটোসেশন, এবার সেই আনুষ্ঠানিকতা রাখেনি বিসিবি। কিংবা বলা যায় রাখতে পারেনি! স্কোয়াডের শক্তি ও আর্থিক কাঠামোতে এগিয়ে থাকা দুই দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স তাদের অধিনায়ক ঠিক করেছে আগেভাগে। বাকি দলগুলো এই পদ নিয়ে শেষ মুহুর্ত পর্যন্ত দ্বিধায় থেকেছে। এক সূত্রে জানা গেছে, অধিনায়কের দায়িত্ব নিতে অপরাগের সংখ্যাই নাকি এবার বেশি!

বরিশালের অধিনায়কত্বে আছেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ তারকা তামিম ইকবাল, রংপুর রাইডার্সে এবারও অধিনায়ক নুরুল হাসান সোহান। বাকি প্রতিটি দলেরই এই পদে চমক। এবারের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস অধিনায়ক করেছে শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিন বছর আগে। থিসারাকে দুই বছর ধরে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের আসর লিজেন্ডস লিগেও খেলতে দেখা যাচ্ছে। অধিনায়কত্ব পেয়ে তিনি নিজেই বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন।  অথচ দলটিতে আছেন লিটন দাসের মতন দেশের ক্রিকেটের বড় তারকা। কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সিরিজ জয় এনে দিয়েছেন।  লিটনের বদলে থিসারাকে বেছে নেওয়ার ক্রিকেটীয় যৌক্তিক কারণ স্পষ্ট নয়। ফ্র্যাঞ্চাইজিটি এই ব্যাপারে ব্যাখ্যা দেয়নি।

সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক করেছে অলরাউন্ডার আরিফুল হককে। ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে এক সময় নিয়মিত পারফর্ম করলেও সাম্প্রতিক সময়ে তিনি আর খুব একটা আলোচিত কেউ নন। সিলেটের স্কোয়াডে আছেন জাকির হাসান, জাকের আলি অনিকের মতন তরুণ পারফর্মার। তাদের ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার নজিরও আছে। তাদের বদলে আরিফুলকে বেছে নেওয়া বেশ বিস্ময়কর।

দুর্বার রাজশাহী অধিনায়ক করেছে অভিজ্ঞ এনামুল হক বিজয়কে। সহ-অধিনায়ক হয়েছেন তাসকিন আহমেদ। অধিনায়ক হিসেবে ঘরোয়া ক্রিকেটে বিজয়ের খুব নামডাক নেই। সেদিক থেকে আকবর আলি হতে পারতেন সেরা বিকল্প। কদিন আগে আকবরের নেতৃত্বে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। রাজশাহী আকবরকে বিবেচনা করেনি।

চট্টগ্রামের ফ্র্যাঞ্জাইজি হিসেবে এবার বিপিএল খেলছে চিটাগং কিংস। দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। এর আগে সিলেট স্ট্রাইকার্সকে গত বছর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাকিব আল হাসান দেশে ফিরতে না পারায় তাদের স্কোয়াডে অবশ্য নেতৃত্ব নেওয়ার মতন খুব বড় কেউ নেই। খুলনা টাইগার্সের অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই সিদ্ধান্ত অনেকটা অনুমিতই ছিলো, এবং এটা নিয়ে খুব একটা বিতর্কও নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় জানান, বিপিএলে সাধারণত দায়িত্ব নেওয়া থেকে দূরে থাকাই নিরাপদ। কারণ টুর্নামেন্ট চলাকালীন নানান বিতর্ক দেখা দেয়, দলের পারফরম্যান্স কেন্দ্র করেও অনেক চাপ সহ্য করতে হয়। দলগুলোর পরিচালনা পেশাদারি আদলে না হওয়ায় তৈরি হয় কিছু বিব্রতকর পরিস্থিতি। টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্বে বদলও তাই বিপিএলে নিয়মিত চিত্র, এবারও এমন কিছু ঘটা খুব স্বাভাবিক।

 

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

3h ago