শিগগিরই অধিনায়কত্ব নিয়ে বৈঠকে বসবে বিসিবি, বললেন ফারুক

২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। সেই মেয়াদ ফুরিয়েছে দুদিন আগেই। তাই অধিনায়কত্ব সংক্রান্ত বিষয়টি সমাধানের জন্য খুব শিগগিরই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

'ও (শান্ত) এখনো আমাদের অধিনায়ক, কারণ আমরা এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করিনি। ও সম্প্রতি চোট থেকে ফিরেছে। তবে আমরা বোর্ডে অধিনায়কত্ব নিয়ে শিগগিরই আলোচনা করব,' আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এমনটাই জানান ফারুক।

তবে শান্তকে হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক নাও রাখা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে থাকতে পারেন শান্তই। গত ১২ ফেব্রুয়ারি শান্তকে সব ফরম্যাটের অধিনায়ক করেছিল বিসিবি।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক মিশন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। এরপরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই শান্তর ফর্ম ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। পরে তিনি কিছু বোর্ড কর্মকর্তাদের কাছে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানান তিনি।

অক্টোবরের শেষ দিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছিল যে, সিরিজের পর শান্ত আর তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে থাকছেন না। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শেষে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর সেই বিষয়টি তখন মীমাংসা হয়েছিল।

পরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গ্রোইন ইনজুরিতে পড়ায় তিনি তৃতীয় ম্যাচ এবং পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফর (যেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ছিল) মিস করেন।

শান্তর অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ টেস্ট ও ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দেন। বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করলেও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। অন্যদিকে লিটন দাস টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে জয় এনে দেন।

এক মাসের পুনর্বাসন শেষে গত মাসে সিলেটে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরেন ২৬ বছর বয়সী শান্ত। এবং বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি।

শান্তর নেতৃত্বে ১০টি টেস্টের মধ্যে ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে ২-০ সিরিজ জয় রয়েছে। ১১টি ওয়ানডের মধ্যে জয় মিলেছে ৪টিতে। এছাড়া ২৪টি টি-টোয়েন্টির মধ্যে ১০টিতে জয় পেয়েছে টাইগাররা যেখানে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার কৃতিত্ব রয়েছে বাংলাদেশের।

তবে ব্যাটিং ফর্ম তখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় শান্তর জন্য। ২০২৪ সালে টেস্টে তার গড় ছিল ২১.১৩ এবং টি-টোয়েন্টিতে ১৮.৮৪, যা তার ক্যারিয়ারের স্বাভাবিক গড়ের তুলনায় অনেক নিচে। কেবল ওয়ানডেতে শান্তর ব্যাটিং গড় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছিল, যেখানে তিনি গত বছর রান করেছেন ৭১.৫০ গড়ে।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago