অবসরপ্রাপ্তদের লিগে মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম 

Shakib Al Hasan & Tamim Iqbal
সাকিব-তামিম আনুষ্ঠানিকতা মেনে ম্যাচ শেষে হাত মেলালেও কেউ করো সঙ্গে কথা বলেননি (বিপিএলের দশম আসরের ছবি)। ফাইল ছবি: ফিরোজ আহমেদ/স্টার

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবাল আসন্ন লিজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে খেলবেন। অবসরপ্রাপ্তদের নতুন এই আসরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রাক্তনদের সঙ্গে দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গেও তার দেখা হবে। 

বিপিএল চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে আলোচনার মধ্যে দ্বিতীয়বারের মতন অবসর ঘোষণা দেন তামিম। ফলে লিজেন্ডস লিগে খেলার দ্বার তার উন্মোচিত। আসছে ফেব্রুয়ারিতে ভারতের রায়পুরে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে বিগ বয়েস উনিকারি নামক দলের হয়ে খেলবেন তামিম। 

অন্যদিকে সূত্রের খবরে জানা গেছে একই আসরে দুবাই জায়ান্টস নামক দলে খেলতে চুক্তিভুক্ত হয়েছেন সাকিব। সাত দলের এই আসরে তাই আবারও একে অন্যের মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম। 

সাকিব-তামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শীর্ষ দুই তারকা। অনেকদিন ধরেই তাদের ব্যক্তিগত সম্পর্ক তিক্ত।  ২০২৩ বিশ্বকাপের আগে দুজনের বিরোধ চলে প্রকাশ্যে। তা নিয়ে অনেক জল-ঘোলা হয়েছে। 

২০২৩ সালে অধিনায়ক থাকা অবস্থায় তামিমের আকস্মিক অবসরে যাওয়ার পেছনে সাকিবের সঙ্গে তার বিরোধ ছিলো আলোচনার। অবসর ভেঙে ফিরে এলেও প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত থেকে দ্বিতীয়বার অবসর নেন সাকিব। এদিকে নীরবেই থেমে গেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেওয়ার কথা থাকলেও তাকে সেই দলে রাখেনি বিসিবি, রাজনৈতিক সমস্যার সঙ্গে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় ভুগছেন সাকিব। তার আর বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 

সাকিব-তামিম সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ২০২৪ সালের আসরে। সেই ম্যাচে কেউ কারো সঙ্গে কথা বলেননি। 

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago