আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে লঙ্কানদের দাপট

গত বছরটা দারুণ কাটিয়েছে শ্রীলঙ্কা। বিশেষকরে ওয়ানডে সংস্করণে। জয়ের হিসেবে সবার উপরেই তারা। ১৮ ম্যাচের ১২টিতে জয়। তার পুরস্কার আইসিসির ঘোষিত ওয়ানডে একাদশেও পেয়েছে তারা। একাদশের চারজনই তাদের দলের। এমনকি অধিনায়কও বাছাই করা হয়েছে লঙ্কান দল থেকেই।

অন্যদিকে তারকাবহুল ভারত দল থেকে নেই কেউ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দলটি তো বটেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল থেকেও নেই কেউ। এছাড়া ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দলের কোনো খেলোয়াড় নেই। নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়।

ভারত ও বাংলাদেশ না থাকলেও এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানেরই আধিপত্য এই একাদশে। এই তিন দেশ থেকেই আছেন ১০ জন। শ্রীলঙ্কার চার ক্রিকেটার ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে। এর বাইরে একজন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের।

শ্রীলঙ্কার চার খেলোয়াড় হচ্ছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালাঙ্কা। দলটির অধিনায়ক করা হয়েছে আসালাঙ্কাকে। পাকিস্তান থেকে আছেন সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই ও আল্লাহ গজনফার রয়েছেন আফগানিস্তান থেকে। আর ওয়েস্ট ইন্ডিজের শেরফিন রাদারফোর্ড।   

বর্ষসেরা ওয়ানডে দলে অবশ্য ভারতীয় তারকা জায়গা না পাওয়ায় তেমন অবাক হওয়ার কিছু নেই। পুরো বছরে মোটে ৩টি ওয়ানডে ম্যাচে খেলেছে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি একটি ম্যাচও। তবে ১১ ম্যাচে ৭টি জয় পাওয়া অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড় না থাকা কিছুটা বিস্ময়করই। 

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল

সাইম আয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফিন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) এবং আল্লাহ গজনফার (আফগানিস্তান)।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago