চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অথবা হেড

ছবি: এএফপি

গোড়ালির চোট বেশ ভালোভাবে ভোগাচ্ছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। এখনও কোনো ধরনের বোলিং শুরু করা সম্ভব হয়ে ওঠেনি তার পক্ষে। তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। এমন অবস্থায় তার শূন্যস্থান পূরণের ভাবনায় নজর দিতে হচ্ছে ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

মিচেল মার্শ পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন আগেই। অধিনায়কের দায়িত্বে কামিন্সের বিকল্প হিসেবে তাই দুটি নাম এসেছে। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলটিকে নেতৃত্ব দিতে পারেন হয় স্টিভেন স্মিথ নইলে ট্রাভিস হেড।

দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অজিদের চলমান শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। তবে ছুটি না পেলেও ডানহাতি পেসারের খেলা হতো না। ভারতের বিপক্ষে ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার সিরিজে প্রচুর বোলিং করতে হয়েছে তাকে। এতে তার গোড়ালির সমস্যা বেড়ে গেছে অনেক। এতে লঙ্কানদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের ওয়ানডে সিরিজেও অংশ নিতে পারছেন না কামিন্স। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনাও প্রায় শেষ।

টেস্ট স্কোয়াডের বাইরে থাকা অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডের সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। কিন্তু তাদের সঙ্গী হতে পারেছেন না কামিন্স। তাকে দেশেই থাকতে হচ্ছে।

স্বদেশি গণমাধ্যম সেনকে বুধবার ম্যাকডোনাল্ড বলেছেন, কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে তাদের বিবেচনায় আছেন স্মিথ ও হেড, 'কামিন্স এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেনি। তাই তার খেলার সম্ভাবনা তাই প্রবলভাবেই কম। এর মানে, আমাদের অবশ্যই একজন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে দেশে কামিন্সের সঙ্গে যখন আমাদের আলোচনা হয়েছে, তখন স্মিথ ও হেডের সঙ্গেও আলোচনা করেছি আমরা। নেতৃত্বের পদের জন্য ওদের দুজনের দিকেই তাকাব আমরা।'

'তাদের দুজনের নাম অবধারিতভাবেই আসার কথা। স্টিভ এখানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে দারুণ কাজ করেছে সে। তাদের দুজনের মধ্যেই একজনকে বেছে নেওয়া হবে।'

কামিন্সের পাশাপাশি দুশ্চিন্তা রয়েছে নিতম্বের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা আরেক পেসার জশ হ্যাজেলউডকে নিয়ে। অজি কোচ বলেছেন, 'কামিন্সের খেলার সম্ভাবনা নেই বললেই চলে, যা খুবই হতাশাজনক। জশ হ্যাজেলউডের ব্যাপারটিও আছে, ফিট হয়ে উঠতে লড়ছে সে এখন। আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল পরীক্ষার তথ্যগুলো যখন আসবে, আমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারব একং কোন পথে এগোচ্ছি তা সবাইকে জানতে পারব।'

কামিন্স ও হ্যাজেলউড না থাকলে শন অ্যাবট ও স্পেন্সার জনসনের ফিরতে পারেন দলে। অস্ট্রেলিয়া বাড়তি স্পিনার খেলাতে চাইলে তানভির স্যাঙ্ঘা আসতে পারেন বিবেচনায়। মার্শের বদলি এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। দুয়ার খুলে যেতে পারে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা বাউ ওয়েবস্টারের।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি ও জশ হ্যাজেলউড।

(চোটের কারণে ছিটকে গেছেন মিচেল মার্শ)।

Comments

The Daily Star  | English

Distressed loans surge to Tk 7.56 lakh cr

Distressed loans at banks soared 59 percent to a record Tk 756,526 crore in 2024, laying bare the fragile state of the country’s financial sector.

4h ago