কোহলি-রোহিতদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বললেন কুম্বলে

বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করেছে ভারত। মোহাম্মদ শামির পাঁচ উইকেটের পর শুবমান গিলের সেঞ্চুরি সহজ জয় এনে দেয় তাদের। সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে থাকা দলটির জন্য কিছুটা চাপ কমিয়েছে নিঃসন্দেহে। কিন্তু এই সময়ই দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বললেন সাবেক স্পিনার অনিল কুম্বলে।

ভারতের দারুণ জয়ের ম্যাচে খুত বলতে গেলে সিনিয়রদের পারফরম্যান্স। রোহিত ৩৬ বলে সাতটি চারের সাহায্যে ৪১ রান করেন। অন্যদিকে, কোহলি ৩৮ বলে কেবল একটি চারের সাহায্যে করেন ২২ রান। শুরু থেকেই রানের জন্য বেশ ভুগতে হয়েছে সাবেক অধিনায়কের।

ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলোচনায় কুম্বলে জানান, টুর্নামেন্ট শেষে 'লিগ্যাসি প্লেয়ারদের' ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে গৌতম গম্ভীরকে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিতে বলেছেন সাবেক এই ক্রিকেটার। তবে চলতি টুর্নামেন্টের ফলাফলই সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করেন তিনি।

আলোচনায় কুম্বলে বলেন, 'এই টুর্নামেন্ট কোচের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পুরনো অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে নতুনদের দিকে স্থানান্তর করা। কিন্তু এটাই কোচের কাজ, তাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।'

'এই টুর্নামেন্টের ফলাফলের ওপর নির্ভর করবে যে সিনিয়ররা কতদিন দলে থাকবেন, আর ভারত কীভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে। জয় বা পরাজয় যাই হোক, কঠিন সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। সাদা বলের ক্রিকেটে বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করা দরকার,' যোগ করেন এই কুম্বলে।

কেন এই পরিবর্তন প্রয়োজন তার ব্যাখ্যায় দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, 'যে কোনো বিশ্বকাপে, আপনি এমন একটি স্কোয়াড তৈরি করতে চান, যারা কমপক্ষে ২০-২৫টি ম্যাচ একসঙ্গে খেলেছে। তাতেই ম্যাচ পরিস্থিতির স্বাভাবিক বোঝাপড়া তৈরি হয়, এবং বোঝা যায় কাকে কখন নির্ভর করা যায়। আদর্শভাবে, এই টুর্নামেন্টের পর থেকেই পরবর্তী বিশ্বকাপের দিকে নজর দেওয়া উচিত।'

তার হাতে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের একটি দল আছে, যেখান থেকে তিনি দল গঠন করতে পারেন। তাই এখন থেকেই ধাপে ধাপে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে হবে। টি-টোয়েন্টিতে তিনি ভালো করেছেন, যেখানে সূর্যকুমার যাদব দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন। পরবর্তী বিশ্বকাপ এখনও দুই বছর দূরে, এবং নতুন খেলোয়াড়দের একসঙ্গে পর্যাপ্ত ম্যাচ খেলতে হবে যাতে তারা ব্যাটিং অর্ডার, ম্যাচ পরিস্থিতি এবং কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা পায়,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

6h ago