৬৩ ইনিংস কম খেলেই শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

পাকিস্তানের বিপক্ষে বরাবরই দারুণ সফল বিরাট কোহলির ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ধরে রেখেছেন সেই ধারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এরমধ্যেই নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এক দিনের ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ হলো এই ক্রিকেটারের। এই ক্লাবে সবচেয়ে দ্রুততম তিনি। ভেঙে দিয়েছেন শচিন টেন্ডুলকারের রেকর্ড।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে ১৪ হাজারি ক্লাব থেকে ১৫ রান দূরে ছিলেন কোহলি। এদিন হারিস রউফের বলে দারুণ এক বাউন্ডারি মেরে এই ক্লাবে নাম লেখান তিনি। এই ক্লাবে সবমিলিয়ে আছেন তিন জন। তার উপরে রয়েছেন স্বদেশী শচিন টেন্ডুলকার এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
তবে ১৪ হাজার রান পূরণ করতে শচিনের ৩৫০ ইনিংস ব্যাটিং করতে হয়েছিল। যেখানে মাত্র ২৮৭ ইনিংসেই করেছেন কোহলি। অর্থাৎ শচিনের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই এই মাইলফলক ছুঁয়েছেন এই তারকা ব্যাটার।
তবে সবার উপরে থাকা শচিন অবশ্য কোহলির অনেক দূরেই আছেন। তার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। কোহলির ঠিক উপরে থাকা সাঙ্গাকারা ওয়ানডেতে করেছেন ১৪ হাজার ২৩৪ রান। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বাংলাদেশের বিপক্ষে ১১ হাজার ওডিআই রানের রেকর্ড স্পর্শ করেছিলেন রোহিত শর্মা। বর্তমান খেলোয়াড়দের মধ্যে কোহলির পেছনে আছেন ভারতীয় অধিনায়কই।
ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা পাঁচ ক্রিকেটারের তালিকা
শচিন তেন্ডুলকর - ১৮,৪২৬ রান
কুমার সাঙ্গাকারা - ১৪,২৩৪ রান
বিরাট কোহলি - ১৪,০০০* রান
রিকি পন্টিং - ১৩,৭০৪ রান
সনথ জয়াসুরিয়া ১৩,৪৩০ রান
Comments