অবসরের গুঞ্জন নিয়ে যা বললেন ফখর

চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন ফখর জামান। সেরে ওঠার জন্য তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে লাহোরে। তবে সম্প্রতি পাকিস্তানের বাঁহাতি ব্যাটারের অবসরের গুঞ্জন উঠেছে। সেসব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন ফখর নিজেই।

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের স্বাগতিক ও শিরোপাধারী আগে ছিটকে যান ৩৪ বছর বয়সী ফখর। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন তিনি। করাচির জাতীয় স্টেডিয়ামে সীমানার কাছাকাছি বল তাড়া করতে গিয়ে ব্যথা পান। তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয় ইমাম উল হককে।

এরপর গুঞ্জন উঠেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ফখর। তবে সেটা প্রত্যাখ্যান করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের কাছে বলেছেন, 'আমি এটা (অবসর নেওয়ার গুঞ্জন) সম্পর্কে অনেক কিছু শুনেছি। এমনকি আমার বন্ধুরাও আমাকে বার্তা পাঠিয়ে জানতে চেয়েছে। কিন্তু এটা মোটেও সত্য নয়।'

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান। ওই সিরিজ দিয়ে পাকিস্তান দলে ফেরেন ফখর। তবে মাত্র চারটি ম্যাচ খেলেই তাকে দর্শক বনে যেতে হয়। ওই ম্যাচগুলোতে যথাক্রমে ৮৪, ৪১, ১০ ও ২৪ রান আসে তার ব্যাট থেকে।

লাহোরে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলছে ফখরের পুনর্বাসন প্রক্রিয়া। তিনি মাঠে ফিরতে মুখিয়ে আছেন, 'শিগগিরই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব এবং দলের সঙ্গে যোগ দিব।'

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তাদের জয়ের নায়ক ছিলেন ফখর। এখন পর্যন্ত তিনি আন্তর্জাতিক মঞ্চে ৩ টেস্ট, ৮৬ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১১ সেঞ্চুরি ও ৩০ ফিফটি।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

12h ago