এক ম্যাচেই চার কীর্তি ফখরের

ছবি: এএফপি

টানা তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে রেকর্ড জয় পাইয়ে দিলেন তুখোড় ফর্মে থাকা ফখর জামান। ওপেনিংয়ে নেমে ম্যাচ শেষ করে তিনি অপরাজিত থাকলেন ১৮০ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনীতে এই বাঁহাতি তারকা একাই নাম লেখালেন চারটি কীর্তিতে।

গতকাল শনিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জেতে পাকিস্তান। কিউইদের ছুঁড়ে দেওয়া ৩৩৭ রানের বড় লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে যায় ১০ বল হাতে রেখে। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতল পাকিস্তান। ম্যাচসেরার পুরস্কার জেতা ফখর ১৪৪ বল মোকাবিলায় মারেন ১৭টি চার ও ৬টি ছক্কা। টানা তিনটি সেঞ্চুরিই তিনি করলেন কিউইদের বিপক্ষে। প্রথম ওয়ানডেতে ১১৭ রান করার আগে গত জানুয়ারিতে তিনি খেলেছিলেন ১০১ রানের ইনিংস।

ফখরের চারটি কীর্তি:

দ্রুততম এশিয়ান ব্যাটার হিসেবে তিন হাজার রান

ওয়ানডেতে দ্রুততম তিন হাজার রান করা এশিয়ান ব্যাটার এখন ফখর। ৪৯.৭০ গড় ও ৯৪.৩০ স্ট্রাইক রেটে তার বর্তমান রান ৩০৮২। তিন হাজারি ক্লাবে ঢুকতে তার লেগেছে ৬৭ ইনিংস। আগের কীর্তি ছিল তার স্বদেশি বাবর আজমের দখলে। তিনি ৬৮ ইনিংসে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

চতুর্থ পাকিস্তানি ব্যাটার হিসেবে টানা তিনটি ওয়ানডে সেঞ্চুরি

পাকিস্তানের চতুর্থ ও সবমিলিয়ে ইতিহাসের দ্বাদশ ব্যাটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে টানা তিনটি সেঞ্চুরি করেছেন ফখর। তিনি বসেছেন জহির আব্বাস, সাঈদ আনোয়ার ও বাবরের পাশে। পাকিস্তান অধিনায়ক বাবরের টানা তিনটি সেঞ্চুরি করার কীর্তি আছে দুবার। একমাত্র ব্যাটার হিসেবে ওয়ানডেতে টানা চারটি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার সাবেক তারকা কুমার সাঙ্গাকারা।

এশিয়ার দ্রুততম ব্যাটার হিসেবে ১০টি ওয়ানডে সেঞ্চুরি

এশিয়ার দ্রুততম ব্যাটার হিসেবে ১০টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন ফখর। ৩১ বছর বয়সী ওপেনার চূড়ায় উঠেছেন ৬৭ ইনিংসে। দুইয়ে নেমে যাওয়া বাবরের লেগেছিল ৬৮ ইনিংস।

একমাত্র ব্যাটার হিসেবে রান তাড়ায় ১৭৫ বা বেশি রানের একাধিক ইনিংস

ওয়ানডেতে রান তাড়ায় ১৭৫ বা বেশি রানের একাধিক ইনিংস খেলা একমাত্র ব্যাটার ফখর। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮০ রানের আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৩ রান করেছিলেন তিনি। জোহানেসবার্গে ১৫৫ বল মোকাবিলায় তিনি মেরেছিলেন ১৮টি চার ও ১০টি ছক্কা। তবে সেদিন ৩৪২ রানের লক্ষ্যে নেমে ১৭ রানে হেরেছিল পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

7h ago