আইপিএলের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নেই রাচিন, স্যান্টনাররা

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সপ্তাহখানেক পরই মাঠে নামছে নিউজিল্যান্ড। তবে রানার্সআপ হওয়া দলের মাত্র সাতজন সদস্যকে পাচ্ছে দলটি। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্ব দিবেন মাইকেল ব্রেসওয়েল।
১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের ঘরের মাঠের এই সিরিজে থাকছেন না মিচেল স্যান্টনার। এই অলরাউন্ডারের মতো আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে নেই রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন এবং গ্লেন ফিলিপস। চলতি বছরের আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। তারকা ব্যাটার কেন উইলিয়ামসন নিজেকে নির্বাচনের বিবেচনায় রাখেননি।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছিলেন ম্যাট হেনরি। ডানহাতি এই পেসার ফিট হতে পারলে খেলবেন সিরিজের শেষ দুই ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের পেস আক্রমণের আরও দুই সদস্য কাইল জেমিসন ও উইলিয়াম ও'রর্কও আছেন স্কোয়াডে। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের রাখা হয়েছে প্রথম তিন ম্যাচের জন্য। পুরো সিরিজেই থাকবেন আইপিএলে দল না পাওয়া ড্যারিল মিচেল ও মার্ক চাপম্যান।
আসন্ন সিরিজে নিউজিল্যান্ড পাচ্ছে পরিচিত নাম ফিন অ্যালেন, জেমশ নিশাম এবং টিম সেইফার্টকে। কিউইদের সবশেষ সিরিজে অনুপস্থিত থাকা লেগ স্পিনার ইশ শোধিও ফিরেছেন স্কোয়াডে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ডানহাতি পেসার বেন সিয়ার্স খেলবেন পাকিস্তানের বিপক্ষে।
ব্রেসওয়েলের অধিনায়কত্ব যাত্রার সূচনা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ দিয়ে। এই অলরাউন্ডারের নেতৃত্বে গত বছরের এপ্রিলে খেলেছিলেন ব্ল্যাকক্যাপসরা। পাকিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজে অধিনায়কত্ব করা নিয়ে তিনি বলেছেন, 'সাদা বলের নেতৃত্ব নেওয়ার পর দারুণ কাজ করেছেন মিচেল স্যান্টনার৷ আমি তার ভালো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং ছেলেদের পারফর্ম করার জন্য উপভোগ্য পরিবেশ সৃষ্টি করবো।'
আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। মার্চের ১৮ তারিখ দ্বিতীয় ম্যাচের পর ২১ তারিখ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ম্যাচ। ২৩ মার্চ অনুষ্ঠিত হবে চতুর্থ ম্যাচ। ২৬ তারিখের ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড:
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, জেমশ নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি, মিচেল হে
প্রথম তিন ম্যাচ: কাইল জেমিসন, উইলিয়াম ও'রর্ক
শেষ দুই ম্যাচ: ম্যাট হেনরি, জ্যাকারি ফোকস
Comments