আরব আমিরাত সিরিজের মাঝপথে আইপিএলে যাবেন মোস্তাফিজ, পেলেন এনওসি

ছবি: টুইটার

দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেলেও মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই শঙ্কা উড়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনুমতিপত্র বা এনওসি পেয়েছেন বাঁহাতি তারকা পেসার।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজকে অনুমতিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এক সপ্তাহের জন্য এনওসি মিলেছে তার। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন তিনি।

শারজাহতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন মোস্তাফিজ। আগামীকাল শনিবার (১৭ মে) মাঠে গড়াবে প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সোমবার (১৯ মে)। অর্থাৎ এই সিরিজের মাঝপথে আইপিএলে খেলতে ভারতে যাবেন ২৯ বছর বয়সী বোলার।

পরিবর্তিত সূচিতে আইপিএলের বাকি অংশ শুরু হবে আগামীকাল শনিবারই। পরদিন রাতে দিল্লি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। ফলে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পরপর বাংলাদেশ দল ছাড়বেন মোস্তাফিজ।

লিগ পর্বে আর তিনটি ম্যাচ বাকি আছে দিল্লির। গুজরাটের পর আগামী ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসকে মোকাবিলা করবে তারা। এই ম্যাচগুলোতে মোস্তাফিজকে পাবে দলটি।

চলতি আসরের প্লে-অফ পর্বে ওঠার দৌড়ে ভালোভাবে টিকে আছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার পাঁচে আছে তারা। প্লে-অফের টিকিট পেলে সর্বোচ্চ আরও তিনটি ম্যাচ বাড়তে পারে ফ্র্যাঞ্চাইজিটির। তবে সেখানে মোস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও রয়েছে।

কারণ হলো আরব আমিরাত সফর শেষেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে পাকিস্তান। সফরটি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। প্রস্তাবিত সূচি অনুসারে, আগামী ২৭ মে থেকে ৩ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

বিসিবি অবশ্য জানিয়েছে, পাকিস্তানে যাওয়ার জন্য কোনো ক্রিকেটারকে জোর করা হবে না। সেক্ষেত্রে দিল্লি যদি আইপিএলের প্লে-অফে ওঠে আর মোস্তাফিজ যদি ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে চান, তাহলে তার অনুমতিপত্রের মেয়াদ বাড়তে পারে।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago