ফাইনালিস্টদের র‍্যাঙ্কিংয়ে এসেছে বড়সড় পরিবর্তন

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। এই দুই দলের খেলোয়াড়েরা ব্যক্তিগত নৈপুণ্যের সুফল পেয়েছেন র‍্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে সংস্করণের র‍্যাঙ্কিংয়ে বেশ কয়েকজন ভারতীয় ও কিউই ক্রিকেটারদের অবস্থানের পরিবর্তন হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বুধবার। বড় লাফ দিয়েছেন মিচেল স্যান্টনার। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার ৯ উইকেট পেয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন তিনি। ৬৫৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্যান্টনারের উপরে আছেন শুধু মাহিশ থিকশানা।

৭ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে অবদান রাখা কুলদীপ যাদবেরও উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে স্যান্টনারের পেছনেই রয়েছেন তিনি। ভারতের এই লেগ স্পিনার ৬৫০ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। তিন ধাপ উপরে উঠে সেরা দশে প্রবেশ করেছেন আরেক ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।

ওয়ানডে সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এসেছেন রোহিত শর্মা। ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের ইনিংসের সুবাদে তার অবস্থান এখন তিন নাম্বারে। প্রথম দুটি স্থান ধরে রেখেছেন যথাক্রমে শুবমান গিল ও বাবর আজম।

বড় লাফ দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সেরা খেলোয়াড় হওয়া রাচিন রবীন্দ্র। ২৬৩ রান করা এই ব্যাটার ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নাম্বারে। উন্নতি হয়েছে গ্লেন ফিলিপসের। ৩০ নাম্বার থেকে উঠে তিনি এখন ২৪ নাম্বারে। আরেক কিউই ব্যাটার ড্যারিল মিচেল এক ধাপ এগিয়ে জায়গা পেয়েছেন ষষ্ঠ স্থানে। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ডেভিড মিলার পাঁচ ধাপ উপরে উঠে এখন আছেন ২৬ নাম্বারে।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি হয়েছে মাইকেল ব্রেসওয়েল ও রবীন্দ্রর। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ উইকেটের সঙ্গে ৮২ রান করেছেন ব্রেসওয়েল। সাত ধাপ এগিয়ে তিনি অবস্থান করছেন ৭ নাম্বারে। আট ধাপ উপরে উঠে আসা রবীন্দ্র আছেন ব্রেসওয়েলের পেছনেই।

মেহেদী হাসান মিরাজ ছিলেন ৪ নাম্বারে। এক ধাপ এগিয়ে তার জায়গা এখন নিয়েছেন স্যান্টনার। প্রথম স্থানে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। তার পেছনে আছেন মোহাম্মদ নবি ও সিকান্দার রাজা।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago