বিশ্বকাপ বাছাইপর্বের দলে নতুন মুখ ইশমা

চলতি বছর ভারতে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে বাছাইপর্ব পেরুতে হবে বাংলাদেশকে। শক্ত সেই চ্যালেঞ্জের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বুধবার ঘোষিত স্কোয়াডে বড় কোন চমক না থাকলেও ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার ইশামা তানজিম। বাংলাদেশের হয়ে ওয়ানডে না খেলেলেও অবশ্য চারটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন ইশমা।
তাতে রেকর্ড খুব একটা ঝলমলে নয় ২৮ পেরুনো ব্যাটারের। ৪ ম্যাচে তিনি করেন মোটে ২৪ রান। মাত্রই শেষ হওয়া মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে অবশ্য আলো ছড়ান ইশমা।
চ্যাম্পিয়ন শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে ৭ ম্যাচে ৪৮ গড় ও ৮৬.৮২ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ ৩৩৬ রান করেন ওপেনার হিসেবে খেলা এই ব্যাটার। প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরে এসেছেন অলরাউন্ডার রিতু মনি ও জান্নাতুল ফেরদৌস সুমনাও। এরা দলে আসায় জায়গা হারিয়েছেন সর্বশেষ ওয়ানডে দলে থাকা ওপেনার মুর্শিদা খাতুন। স্পিনার সুলতানা খাতুন ও তাজ নেহার।
এপ্রিল মাসে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, স্বাগতিক পাকিস্তান, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৫ এপ্রিল বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেবে দুই দল। নিগার সুলতানা জ্যোতিদের জন্য কাজটা বেশ চ্যালেঞ্জের। চলতি বছরের অক্টোবরে ভারতে হবে ৮ দলের ওয়ানডে বিশ্বকাপ।
বাংলাদেশ নারী দলের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, দিলারা, জান্নাতুল ফেরদৌস সুমনা, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক পিংকি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, রিতু মনি।
Comments