আনকোরা যে তরুণরা এবার আইপিএলে নজর কাড়তে পারেন

২০২৫ আইপিএল শুরু হতে যাচ্ছে আগামী ২২ মার্চ থেকে। আইপিএলের মতো বড় মঞ্চে প্রথমবার মাঠে নামার সুযোগ পাবেন অনেকেই। যাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই দিয়েছেন সম্ভাবনার ঝলক। চোখ রাখতে পারেন সেরকম ৫ জনের ওপর।
রবিন মিঞ্জ
নিজের আইপিএল যাত্রা গত বছর শুরু করার কথা ছিল রবিন মিঞ্জের। গুজরাট টাইটান্সে সুযোগ পেলেও খেলতে পারেননি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। ২০২৫ আইপিএলে ৬৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঝাড়খন্ডের এই ক্রিকেটার ৬ টি-টোয়েন্টিতে ৬৭ রান করেছেন ১৮১ স্ট্রাইক রেটে। ২২ বছর বয়সী এই উইকেটরক্ষকের দিকে চোখ থাকবে অনেকের।
সুরিয়ান্স শেগড়ে
২০২৪ সালে ঘরোয়া ক্রিকেটে জ্বলে উঠেছেম সুরিয়ান্স শেগড়ে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৪৩ গড় ও ২৫১ স্ট্রাইক রেটে ৯ ইনিংসে ১৩১ রান করেছেন তিনি। বল হাতে উইকেট এনে দিয়েছেন ৮টি। পাঞ্জাব কিংস ভিত্তিমুল্য ৩০ লাখ রুপিতে মুম্বাইয়ের এই অলরাউন্ডারকে দলে এনেছে।
ভৈবব সূর্যবংশী
নামটা আপনার চেনা থাকার কথা। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে শিরোনামের কারণ হয়েছেন তিনি। বাঁহাতি এই তরুণকে শুধু রাজস্থান রয়্যালস দলে যুক্ত করেনি, তার পেছনে খরচ করতে হয়েছে ১ কোটি ১০ লাখ রুপি। ২০১১ সালে বিহারে জন্ম হয়েছে তার। ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেছেন। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। কৈশোর না পেরুনো এই ব্যাটার এবার সুযোগ পেয়ে যেতে পারেন আইপিএলের মতো বড় মঞ্চে।
আন্দ্রে সিদ্ধার্থ
১৮ বছর বয়সী সিদ্ধার্থ তামিল নাদু প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন। তবে এখনো স্বীকৃত টি-টোয়েন্টি খেলেননি। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত মৌসুম পার করেছেন চেন্নাই সুপার কিংসে সুযোগ পাওয়া এই ব্যাটার। তামিল নাদুর হয়ে রঞ্জি ট্রফিতে ১২ ইনিংসে করেছেন ৬১২ রান। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ওপেনারকে ৩০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই।
বেভন জ্যাকবস
আন্তর্জাতিক ক্রিকেটে নাম কুড়ানোর পরই সাধারণত আইপিএলে ডাক পান বিদেশি খেলোয়াড়েরা। নিউজিল্যান্ডের বেভন জ্যাকবসকে যখন ২০ লাখ রুপিতে ২০২৫ আইপিএলের নিলামে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তখন মাত্র ৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ছিল জ্যাকবসের নামের পাশে। এ পর্যন্ত ১৭ টি-টোয়েন্টি ইনিংসে ১৪৮ স্ট্রাইক রেটে ৪২৩ রান করেছেন তিনি।
Comments