অপ্রত্যাশিত বিরতিতে নিজের লাভ দেখছেন সাই সুদর্শন

Sai Sudharsan

এবারের আইপিএল যেন সাই সুদর্শনের জন্য নিজেকে নতুন করে মেলে ধরার মঞ্চ। গুজরাট টাইটান্সের হয়ে বাঁহাতি এই ওপেনার ক্রমশই নিজেকে নিচ্ছেন অন্য উচ্চতায়। গত রাতে দিল্লির ক্যাপটাইলসকে ১০ উইকেটে উড়িয়ে দিতে সুদর্শন করলেন অপরাজিত সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে নিজের জায়গা করলেন পোক্ত। জানালেন আইপিএল আচমকা স্থগিত হওয়ার পর নিজেকে শাণিত করতে আরও কাজ করেছেন তিনি।

দুইশো রান তাড়ায় ৬১ বলে ১২ চার, ৪ ছক্কায় ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১২ ম্যাচে ৫৬.০৯ গড় আর ১৫৬.৯৯ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ৬১৭ রান তার। অরেঞ্জ ক্যাপ মাথায় রেখেই টুর্নামেন্ট শেষ করতে সবচেয়ে সম্ভাবনাময় তিনিই।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে ১১ ইনিংসে পাঁচটি অর্ধশতরান সহ সুদর্শন ৫০৯ রান করেছিলেন। তবে, এর আগে বেশ কয়েকবার বিস্ফোরক শুরু করেও তিনি ইনিংস বড় করতে পারছিলেন না, মাঝের ওভারে আউট হয়ে যাচ্ছিলেন। অবশেষে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল জয়ে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলে সুদর্শন জানালেন, ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পেরে তিনি খুশি।

ম্যাচ সেরার পুরস্কার জেতার পর সুদর্শন বলেন, 'দলের জয়ে অবদান রাখতে পারা এবং ম্যাচ শেষ করে আসতে পারা সবসময়ই খুব ভালো লাগে। যখন আপনি দলের জন্য খেলা শেষ করেন, তখন একটা অন্যরকম আনন্দ হয়।'

ফিফটির পর আউট হয়ে যাওয়া নিয়ে গত কয়েকদিনের বিরতিতে ভেবে চিন্তার জগত বদলেছেন তিনি,  'আমার মনে হয় আগের কিছু ম্যাচে আমি সুযোগ হাতছাড়া করেছি। বিরতিতে আমি এই নিয়ে অনেক ভেবেছি, এবং সম্ভবত তারই ফল আজকে পেলাম।'

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স মাত্র তিন ওভারে ৪৩ রান তোলে, যার মধ্যে সুদর্শন একাই ১৩ বলে ৩৫ রান করেন। এরপর কিছুটা গতি  কমিয়ে নেন। কিন্তু নিয়ন্ত্রণ রাখেন নিজেদের কাছেই, 'সত্যি বলতে, প্রথম ছয় [তিন] ওভারের পর, পরের কয়েক ওভারে ওরা সত্যিই ভালো বল করেছে। তখন মোমেন্টামটা আমাদের দিক থেকে কিছুটা সরে গিয়েছিল। কিন্তু সেই সময় আমরা খেলাটাকে আরও গভীরে নিয়ে যাই। আমরা তাড়াহুড়ো করিনি বা বেশি ঝুঁকি নেওয়ার চেষ্টা করিনি। আমরা শান্ত ছিলাম এবং খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার মানসিকতা রেখেছিলাম।'

 '১২ ওভারের পর, আমরা দুটো-তিনটে বড় ওভার পাই যা আমাদের জন্য খেলাটা নিশ্চিত করে দেয়। আমার মনে হয় আগের কিছু ম্যাচে, একই রকম পরিস্থিতিতে আমি ঝুঁকি নিয়ে আউট হয়ে গিয়েছিলাম। তাই, সেই সময় আমি সচেতন ছিলাম এবং খেলাটাকে গভীরে নিয়ে গিয়ে সঠিক বোলারদের বিরুদ্ধে সুযোগ তৈরি করার চেষ্টা করেছি।'

ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনায় গত ৯ মে সাময়িক স্থগিত হয়ে যায় আইপিএল। এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। মৌসুমের মাঝে অপ্রত্যাশিত এই বিরতি বেশ কাজে লেগেছে সুদর্শনের, 'সত্যি বলতে, আমি এখন নিজের উপর একটু বেশি বিশ্বাস করতে শুরু করেছি। আমি মনে করি আমার বিশ্বাস বেড়েছে যে আমি খেলাটাকে গভীরে নিয়ে যেতে পারব, দলের জন্য ম্যাচ জিততে পারব এবং আমার ব্যাটিংয়ের বিকাশ ঘটাতে পারব, আমার ভেতরের ব্যাটিংকে আরও ভালোভাবে বুঝতে পারব।'

আইপিএলের যে কোনও মৌসুমে সবচেয়ে সফল ভারতীয় ওপেনিং জুটির অন্যতম শুবমান গিল এবং সুদর্শন ইতিমধ্যেই ১২ ইনিংসে ৮৩৯ রান করেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান এই সাফল্যের জন্য তার ওপেনিং পার্টনার এবং অধিনায়ককে কৃতিত্ব দেন, 'আমাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। যখন আমি বোলারদের আক্রমণ করি ও আমাকে সমর্থন করে। আর যখন ও আক্রমণ করে, তখন আমি ওকে সমর্থন করি। আমরা স্ট্রাইক খুব ভালোভাবে রোটেট করি। আর অবশ্যই, আমরা খুব ভালো দৌড়াই। মাঠের ভেতরে আমাদের দুজনের বোঝাপড়া অসাধারণ। আমার মনে হয় মাঝের ওভারে টিকে থাকার জন্য রানিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু একই সাথে, আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করি। আর যখন আমি কোনও ভুল করি, ও অবশ্যই সেটা ধরিয়ে দেয়, এবং এটা আমাকে সচেতন করে তোলে। একইভাবে, আমার দিক থেকেও।'

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has found assets worth nearly Tk 40,000 crore in five countries which it believes were bought with money laundered from Bangladesh, said the Chief Adviser’s Office yesterday.

3h ago