'এবার কাপ আমাদের', ডি ভিলিয়ার্সকে স্লোগান না দেওয়ার অনুরোধ কোহলির

'ই সালা কাপ নামদে'- প্রত্যেক বছর আইপিএল শুরুর আগে এই স্লোগান তুলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকেরা। কন্নড় ভাষার এই লাইনের বাংলা অর্থ দাঁড়ায়- এবার কাপ আমাদের।

আরেকটি আসর যখন সন্নিকটে, একটি আইপিএল শিরোপার অপেক্ষায় থাকা বেঙ্গালুরুর ভক্তরা এবারও এই সুর তুলেছেন। সঙ্গে যোগ দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে তাকে এটি না বলতে অনুরোধ করেছেন বিরাট কোহলি।

সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, 'সত্যি বলতে, আমি কিছুদিন আগে এই শব্দগুলো বলেছিলাম এবং এরপর সরাসরি বিরাটের কাছ থেকে বার্তা পেয়েছি। সে বলেছিল, দয়া করে এখন এটা করা বন্ধ করে ফেলো। তো আমি কিছুটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম।'

২০১১ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন ডি ভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তী নিজে খেলোয়াড় হিসেবে বহুবার আশায় বুক বেধেছিলেন, এবার কাপ হবে তাদের। দুবার ফাইনাল খেললেও শিরোপার স্বপ্ন অধরা রেখেই বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে।

আইপিএল জেতা নিয়ে তিনি বলেন, 'আসলে আমি এটা সবসময় বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যে এই বছর কাপ আমাদের। এটা আইপিএল। ১০টি বিশ্বমানের দল, তাদের জন্য আইপিএল কেন, একটা বিশ্বকাপও জিতে নেওয়া সম্ভব হয়ে যেতে পারে। আইপিএল জেতা অবিশ্বাস্যভাবে কঠিন।'

বেঙ্গালুরুর হয়ে ১১ আসরে ১৫৬টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। ফ্র‍্যাঞ্চাইজিটির সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে আজীবনের। প্রথম শিরোপা এবছর এসে গেলে নিঃসন্দেহে আবেগ ছুঁয়ে যাবে তাকে। এমন উপলক্ষের অংশ হতে চান, 'আমি আশা করি যে এটিই সেই বছর হবে যখন চ্যাম্পিয়ন হবে বেঙ্গালুরু। ১৮তম আসর, জার্সির পেছনে ১৮ নাম্বার। যদি বেঙ্গালুরু শিরোপা জেতে, আমি বিরাটের সঙ্গে শিরোপা উঁচিয়ে ধরতে সেখানে থাকবো।'

১৭টি আসরে আইপিএল জেতা হয়নি কোহলির। ১৮ নাম্বার জার্সি পরে খেলেন ভারতের কিংবদন্তি। আসন্ন ১৮তম আসরে এসে শিরোপার স্বাদ মিলবে, সেই স্বপ্ন দেখছেন বেঙ্গালুরুর ভক্তরা।

২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বেঙ্গালুরু। ইডেন গার্ডেনসে আগামী ২২ মার্চ তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিবেন রজত পাতিদার।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

8h ago