আইপিএলে এবার ৩০০ রানও হতে পারে, বলছেন গিল

Shubman Gill

২০ ওভারের খেলায় দুইশো ছাড়ানো পুঁজি এখন হরহামেশা ব্যাপার। গত বছর আইপিএলে আড়াইশ ছাড়ানো পুঁজিও তাড়া করতে দেখা গেছে। সানরাইজার্স হায়দরাবাদও গিয়েছিলো তিনশোর কাছে। খেলোয়াড়দের দক্ষতা বাড়ার পাশাপাশি ইমপ্যাক্ট বদলির প্রভাবে এবার তিনশো রান দেখা যেতে বলে মনে করেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিল।

জিওস্টারের সঙ্গে এক আলোচনায় টাইটান্স অধিনায়ক গিল বলেন, 'খেলার গতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মনে হচ্ছে আমরা একটি ম্যাচে ৩০০ রান দেখতে পারি। গত বছর, আমরা কয়েকটি ক্ষেত্রে খুব কাছাকাছি পৌঁছেতে দেখেছি। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম রোমাঞ্চ যোগ করে এবং আইপিএলকে আরও বিনোদনমূলক করে তোলে। আইপিএলের অন্যতম সেরা দিক হল প্রতিদিন একজন নতুন খেলোয়াড় তারকা হিসেবে আবির্ভূত হয়।'

২০২৪ সালের আইপিএল মৌসুম অভূতপূর্ব ব্যাটিং কৃতিত্বের সাক্ষী ছিল, যার মধ্যে পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৬২ রান তাড়া করে জিতে যায়। এছাড়াও, সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৮৭/৩ রান করে নতুন রেকর্ড স্থাপন করে। পাওয়ার প্লেতেই তিন অঙ্কের কাছে গিয়ে আলোড়ন তুলে তারা।

গত বছর তেমন ভালো করতে পারেনি গুজরাট। এবার তারা রান বন্যার স্রোতে সামিল হয়ে নিজেদের উপরে তুলতে চায়, 'পরিকল্পনা হলো যতটা সম্ভব রান করা এবং যতটা সম্ভব কম উইকেট হারানো। গত মৌসুমে আমরা পাওয়ারপ্লে বা তার পরেও ভালো করতে পারিনি। পাওয়ারপ্লেতে এবং তার পরেও আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি, এবং এর প্রমাণ হলো আমরা কোয়ালিফাই করতে পারিনি।'

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

2h ago