প্রতিবাদেও কাজ হলো না, কলকাতা থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

আইপিএলের শুরুর আগে যে সূচি দেওয়া হয়েছিলো তাতে প্লে অফের তিন ম্যাচ হওয়ার কথা ছিলো হায়দরাবাদ ও কলকাতায়। ফাইনালের ভেন্যু চূড়ান্ত ছিলো কলকাতার ইডেন গার্ডেন্স। কিন্তু অপ্রত্যাশিত বিরতি ও বিরূপ আবহাওয়া বদলে দিয়েছে হিসেব নিকেশ। প্লে অফ রাউন্ডের ম্যাচ এখন অনুষ্ঠিত হবে চন্ডিগড় ও আহমেদাবাদে। ফাইনালও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। নিজেদের ভেন্যু থেকে প্লে অফ ও ফাইনাল সরে যাওয়ার আভাস পেয়ে কলকাতার সমর্থকরা বিক্ষোভও করেছিলেন, তাতে লাভ হয়নি কিছু।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এছাড়াও বেঙ্গালুরু থেকে গ্রুপ পর্বের একটি ম্যাচও সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। বিসিসিআই জানায়, ২৯ মে প্রথম কোয়ালিফায়ার ও ৩০ মে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে চন্ডিগড়ের নিউ পিসিএ স্টেডিয়ামে। আগের সূচিতে যা হওয়ার কথা ছিলো হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।
১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৩ জুন ফাইনাল হবে ভারতের সবচেয়ে বড় ভেন্যু আহমেবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্লে অফের এসব ভেন্যু বদলের কারণ হিসেবে বিরূপ আবহাওয়ার কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এই সময় কলকাতায় বৃষ্টির শঙ্কা করা হচ্ছে। যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বলছে, বৃষ্টির সম্ভাবনা প্রবল নয়, তাদের ভেন্যু থেকে এসব বড় ম্যাচ সরিয়ে নেওয়া ন্যায্য নয়।
আইপিএলে যারা চ্যাম্পিয়ন হয়, পরের বছর সেই দলের ভেন্যুতে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ও প্লে অফের ম্যাচ রাখা হয়। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কলকাতায় এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হলেও প্লে অফ সরে গেল।
এদিকে আগামী শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টের মধ্যেকার ম্যাচের ভেন্যু বদল হয়েছে। এমনিতে ম্যাচটি হওয়ার কথা ছিলো বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে। কিন্তু প্রবল বৃষ্টির শঙ্কা থাকায় তা সরিয়ে লখউনতে নিয়ে যাওয়া হয়েছে। গত ১৭ মে বেঙ্গালুরুরতে স্বাগতিক দল ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচও হতে পারেনি বৃষ্টির জন্য।
ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গত ৯ মে সাময়িক স্থগিত হয় আইপিএল। এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ১৭ মে ফের শুরু হয়। প্রথম দিনই ভেসে যায় বৃষ্টিতে। নতুন সূচিতে ভেন্যুও বদল হয়ে গেল। এদিকে বৃষ্টির শঙ্কা মাথায় রেখে লিগ পর্বের বাকি সব ম্যাচের জন্য কাটঅফ টাইমের বাইরে বাড়তি ১২০ মিনিট রাখা হয়েছে।
Comments