আইপিএল ২০২৫

হুইলচেয়ারে করে হলেও চেন্নাইর হয়ে খেলতে চান ধোনি

MS Dhoni

বয়স ৪৩ পেরিয়েছে, স্বাভাবিকভাবেই মহেন্দ্র সিং ধোনির দিকে যাচ্ছে প্রশ্ন আর কতদিন? গত দুই-তিন মৌসুম থেকে শোনা যাচ্ছে এটাই আইপিএলে ধোনির শেষ মৌসুম, কিন্তু পরে ঠিকই তাকে ফিরতে দেখা গেছে। এবারের আসরে নামার আগেও ধোনির কাছ থেকে নেই বিদায়ের স্পষ্ট আভাস। বরং তিনি বলছেন হুইলচেয়ারে থাকলেও চেন্নাইর টান নিয়ে আসবে তাকে মাঠে।

এবার অনুশীলন শুরুর সময় ধোনিকে 'ওয়ান লাস্ট টাইম' লেখা একটি টি-শার্ট পরতে দেখা যায়। এতে করে অনেকেই মনে করেছিলেন, এবার বোধহয় সত্যিই শেষ মৌসুমেই নামছেন কিংবদন্তি তারকা। তবে ব্রডকাস্টার জিওস্টারকে ধোনি শুনালেন ভিন্ন কথা, 'আমি যত দিন পারি সিএসকের (চেন্নাই সুপার কিং) হয়ে খেলতে চাইব। এটাই আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও থাকি, তাহলে এই টান আমাকে নিয়ে আসবে।'

২০২৩ সালের আইপিএলের সময় হাঁটুর চোটে পড়েন ধোনি। মৌসুম শেষে যেতে হয় অস্ত্রোপচার টেবিলে। পরের বছর আইপিএলে ফিরে অধিনায়কত্ব ছেড়ে ধোনি বেছে নেন লোয়ার অর্ডার ব্যাটিং পজিশন। ৮ নম্বরে খেলে ২২০ স্ট্রাইকরেটে ওই আসরে করেন ১৬১ রান। অর্থাৎ বয়স বাড়লেও দলের বোঝা হননি তিনি।

রোববার নিজেদের মাঠে আইপিএলের আরেক সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে চেন্নাই। এই ম্যাচে ধোনির সামনে আছে ইতিহাসের হাতছানি। ৪৩ পেরুনো তারকা আর ১৯ রান করলে সুরেশ রায়নাকে ছাড়িয়ে হয়ে যাবেন চেন্নাইর সর্বোচ্চ রান সংগ্রাহক। রায়না ক্যারিয়ার শেষ করেছিলেন ৪৬৮৭ রানে।

এদিকে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনেও আছে একটি রেকর্ডের হাতছানি। চেন্নাইর হয়ে এখন পর্যন্ত ১৪০ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি ডোয়াইন ব্র্যাভো, তার থেকে মাত্র ৮ উইকেট পেছনে আছেন জাদেজা। এই আসরেই তিনি উপরে যাবেন বলে ধরে নেওয়া যায়।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

1h ago