নিরাপত্তাজনিত কারণে পেছালো কলকাতা-লখনউ ম্যাচ

আগামী ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিলো কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টের। তবে ওই দিন রাম নবমী উৎসব ঘিরে ব্যস্ত থাকবে কলকাতার প্রশাসন। সে কারণে তাদের অনুরোধেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে দুই দিন।
নতুন সূচিতে কলকাতা-লখনউর ম্যাচ হবে ৮ এপ্রিল বিকেল চারটায়। ভেন্যু সেই ইডেন গার্ডেন্সই। রাম নবমী উপলক্ষে নিরাপত্তাকর্মীর ঘাটতি দেখা দিতে পারে। সে কারণে কলকাতা পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে অনুরোধ করে সূচি বদলের।
তাদের অনুরোধেই আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন সূচি। এতে করে ৬ এপ্রিল (রোববার) হবে একটাই ম্যাচ। সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। এর বদলে ৮ এপ্রিল ম্যাচ হবে দুটি। বিকেল চারটায় ইডেনে কলকাতা-লখনউ। ও রাত ৮টায় লুধিয়ানায় লড়বে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।
Comments