আইপিএল ২০২৫

গিলের মাইলফলকের ম্যাচে পাত্তা পেল না মুম্বাই

shubman gill

সাই সুদর্শন, শুবমান গিল আর জস বাটলারের ঝড়ে দুইশোর কাছে গেল গুজরাট টাইটান্স। বড় পুঁজি তাড়ায় নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটারদের মধ্যে চাহিদা মেটানো ব্যাট করলেন কেবল সূর্যকুমার যাদব। দিকহারা মুম্বাই লড়াইও জমাতে পারল না। বড় জয়ের দিনে ব্যাট হাতে অবদান রেখে একটি মাইলফলক স্পর্শ করেছেন গিল।

আহমেদাবাদে আইপিএলের ম্যাচে গুজরাটকে ৩৬ রানে হারিয়েছে মুম্বাই। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯৬ রান তুলে স্বাগতিক দল। পুরো ২০ ওভার খেলে মুম্বাই ৬ উইকেটে করতে পারে ১৬০ রান।

গুজরাটের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান সুদর্শনের। ৪১ বলে তিনি করেন সর্বোচ্চ ৬৩ রান। ২৪ বলে ৩৯ করেন জস বাটলার। গিল ২৭ বলে ৩৮ করার পথে আহমেদাবাদ স্টেডিয়ামে ১ হাজার রান স্পর্শ করেছেন তিনি। আইপিএলে একক ভেন্যুতে হাজার রান করা ১৬তম ব্যাটার তিনি। এই ভেন্যুতে ১ হাজার রান করতে ২০ ইনিংস লাগল তার। যা দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুততম ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৯ ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজার পুরো করেছিলেন তিনি।

এদিন টস ভাগ্য ছাড়া আর সবই পক্ষে গেছে গিলদের। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় তারা। দুই ওপেনার মিলে তুলে ফেলেন ৭৮ রান। ৩৮ করে গিলের বিদায়ের পর দ্রুত ৩৯ করেন বাটলার। সুদর্শন এক প্রান্ত ধরে রাখায় দল ছিলো থিতু। ক্যারিবিয়ান শেরফাইন রাদারফোর্ড নেমে করেন ১১ বলে ১৮। শেষ দিকে প্রত্যাশিত রান না এলেও দুইশোর কাছে চলে যায় তারা।

বড় লক্ষ্যে নেমে ফের হতাশ করেন অভিজ্ঞ রোহিত শর্মা। রায়ান রিকেলটনও ব্যর্থ। এই দুজনেই বোল্ড করেন মোহাম্মদ সিরাজ। এরপর তিলক বর্মা-সূর্যকুমার যাদবের জুটি জমে গিয়েছিলো। রান খরা কাটানোর আভাস দিচ্ছিলেন সূর্যকুমার। ৬২ রানের জুটি থামে তিলকের বিদায়। তিলক ৩৯ রান করলেও লাগিয়ে গেলেন ৩৬ বল। এই চাপ গিয়ে পড়ে বাকিদের উপর। সূর্যকুমার ২৮ বলে ৪৮ করে থামলে আর দিশা পায়নি মুম্বাই। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ বল খুইয়ে করেন ১১। বেশ আগেভাগেই হেরে বসে তারা।

Comments

The Daily Star  | English
Pakistan foreign minister Bangladesh visit postponed

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

1h ago