এই বয়সে ক্রিকেট খেলার চিন্তাটা ভালো ছিলো না: দ্রাবিড়

Rahul Dravid

হুইলচেয়ারে বসা রাহুল দ্রাবিড়ের ছবি সবার নজর কাড়ছে আইপিএল শুরুর পর। রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় ক্রিকেটার মূলত আহত হয়েছেন আইপিএল শুরুর আগে, শখের ক্রিকেট খেলতে গিয়ে।

বাম পায়ের চোটে আপাতত তার হাঁটাচলা বন্ধ, তবে যেহেতু রাজস্তানের দায়িত্ব তার কাঁধে ঘরে বসে থাকার উপায় নেই। হুইলচেয়ারে বসেই করাচ্ছেন কোচিং।

৫২ বছর বয়েসী দ্রাবিড়ের উপলব্ধি এই বয়সে ক্রিকেট খেলতে নামাটা ভুল হয়েছে, কথাটা অবশ্য হাসতে হাসতে বলেছেন তিনি,   'আস্তে আস্তে সেরে উঠছি, সবাই পাশে আছে। এই বয়সে আসলে ক্রিকেট খেলার চিন্তাটা ঠিক ছিলো না। অবশ্য এমনটা হতেই পারে।'

দ্রাবিড়ের দল রাজস্থানও ভুগছে আইপিএলে। প্রথম দুই ম্যাচে দুইটাই হেরেছে তারা। তবে এখনি দলের অবস্থা বেহাল বলতে রাজী নন দ্রাবিড়, 'মাত্রই টুর্নামেন্ট শুরু হলো। অনেক ইতিবাচক দিক আছে। কলকাতার বিরুদ্ধে আরও ২০-২৫ রান বেশি করতে পারতাম। আশা করছি দ্রুতই পরিস্থিতি বদলাবে।'

খেলোয়াড়ী জীবনেও রাজস্থানে ছিলেন দ্রাবিড়। ভারতের জাতীয় দলের কোচিং পদ ছেড়ে আইপিএলে এসে এই দলকেই সামলানোর ভার পেয়েছেন। দ্রাবিড় মনে করেন এখনো এগিয়ে যাওয়ার বড় সুযোগ তাদের সামনে পড়ে আছে, 'এই দলকে নিয়ে আমি রোমাঞ্চিত। দুটো ম্যাচ ঠিকঠাক যায়নি, লম্বা প্রতিযোগিতা। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ আছে।'

Comments

The Daily Star  | English
Women's Affairs Reforms Commission

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

9h ago