টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্রাথওয়েট, হোপ পেলেন টি-টোয়েন্টির দায়িত্ব

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ক্রেইগ ব্রাথওয়েট। চার বছর দলের নেতৃত্ব দেওয়ার পর সোমবার তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে ওয়ানডে অধিনায়ক শাই হোপকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছে বলে ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
৩২ বছর বয়সী ব্রাথওয়েট আর মাত্র দুটি ম্যাচ খেললেই ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। তার অধিনায়কত্বে ব্রিসবেনে ৮ রানের রোমাঞ্চকর জয়ে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পায়।
এছাড়া, চলতি মৌসুমেই তিনি নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের মাটিতে প্রায় ৩৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট জয়ে।
সংযমী ও নিবেদিতপ্রাণ ওপেনার হিসেবে পরিচিত ব্রাথওয়েট এখন পর্যন্ত ৫,৯৩৫ রান করেছেন, ১২টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটির সাহায্যে। তার গড় ৩৩-এর সামান্য বেশি।
তার ধৈর্যের পরিচয় মেলে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোস টেস্টে, যেখানে তিনি দুই ইনিংস মিলিয়ে প্রায় ১৬ ঘণ্টা ব্যাট করে দলকে ড্র এনে দেন।
ব্রাথওয়েটের প্রশংসা করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক মাইলস ব্যাসকম বলেন, 'তিনি অসাধারণ নেতা ছিলেন, দলকে শৃঙ্খলা, সাহস ও গভীর ক্রিকেটীয় জ্ঞানের মাধ্যমে পথ দেখিয়েছেন। তার অধীনে আমরা অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি, যা বহু বছর ধরে স্মরণীয় থাকবে।'
এদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারালেন রোভম্যান পাওয়েল, যিনি ২০২৩ সাল থেকে দায়িত্বে ছিলেন। তার জায়গায় ওয়ানডে অধিনায়ক শাই হোপকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
৩১ বছর বয়সী হোপ ১৩৩টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন এবং দুটি ফরম্যাট মিলিয়ে ছয় হাজারের বেশি রান করেছেন। ওয়ানডেতে রয়েছে ১৭টি সেঞ্চুরি।
হোপকে অধিনায়ক করা প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, 'শাই হোপের নেতৃত্ব পাওয়া ক্যারিবীয় ক্রিকেটের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।'
Comments