ব্যাটারের কাছে গিয়ে 'নোটবুক উদযাপন' করে শাস্তি পেলেন লখনউর বোলার

রান তাড়ায় তখন ব্যাট করছিল পাঞ্জাব কিংস৷ তৃতীয় ওভারে প্রিয়াংশ আর্যকে আউট করে অদ্ভুতভাবে উদযাপন করেন বোলার দিগ্বেশ রাঠি। ব্যাটার প্রিয়ংশের কাছে গিয়ে হাতকে কাগজের মতন বানিয়ে কিছু একটা লেখার ভঙ্গি করেন তিনি, এই সময় ব্যাটারকে হালকা ধাক্কাও দিয়ে দেন এই লেগ স্পিনার। দৃশ্যটি আপত্তিকর হওয়ায় শাস্তির মুখে পড়েছেন তিনি।

মঙ্গলবার একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ এবং পাঞ্জাব। একপেশে ম্যাচে যাতে জয় পায় পাঞ্জাব। ১৭২ রান তাড়ায় ৮ উইকেটে জয়ের পথে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। সেখানেই ঘটে এই ঘটনা।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দিগ্বেশের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশের টাকার অংকে আড়াই লাখ টাকার বেশি।  এর পাশাপাশি একটি ডেমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

লখনউর এই বোলারের উদযাপন তার নিজের না। ২০১৭ সালে বিরাট কোহলিকে আউট করে এমন উদযাপন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস। ২০১৯ সালে হায়দরাবাদে তাকে সেই ভঙ্গি ফিরিয়ে দেন কোহলি।

দিগ্বেশ অবশ্য ব্যাটারের কাছে না গেলে শাস্তি থেকে বেঁচে যেতেন। তার উদযাপনে মজার বদলে ছিলো অনেক বেশি আগ্রাসন। 

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago