পিএসএলে থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান রিশাদ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের রিশাদ হোসেন। আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। এই তরুণ লেগ স্পিনার টুর্নামেন্ট থেকে ফিরতে চান চ্যাম্পিয়ন হয়ে।

গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদের। এবার বদ্ধ দুয়ার খুলে গেছে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য। ইতোমধ্যে পিএসএলের পুরো মৌসুমে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়ে গেছেন তিনি।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রিশাদ ছিলেন ফরচুন বরিশালে। টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের শিরোপা জেতে দলটি। এবার দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে তিনি খেলতে যাচ্ছেন বড় আশা নিয়েই। শনিবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের কাছে বলেছেন, 'যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।'

ছবি: ফিরোজ আহমেদ

আগামী ১১ এপ্রিল শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে পিএসএল। বাংলাদেশের তিন খেলোয়াড়কে এবারের আসরের দেখা যাবে। রিশাদের মতো পুরো মৌসুমে খেলার ছাড়পত্র মিলেছে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের। আংশিক সময়ের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকে। তারা ভালো করলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পড়তে পারে তাদের। দারুণ এই সুযোগ লুফে নিতে চাইছেন রিশাদ, 'এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব, এখান থেকে যতটুকু পারা যায় নিতে।'

সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলে সেখানকার উইকেট সম্পর্কে জেনেছেন রিশাদ। দেশটির বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বা বিপরীতে খেলেছেন বিপিএলে। সেসব অভিজ্ঞতা প্রয়োগ করার পরিকল্পনা করেছেন তিনি, 'পাকিস্তানের উইকেট দেখেছি। যতগুলো ব্যাটারের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে। সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে।'

পিএসএলের দশম আসরের জন্য লিটনকে দলে টেনেছে করাচি কিংস। রানাকে স্কোয়াডে নিয়েছে পেশোয়ার জালমি। প্লেয়ার্স ড্রাফটে তারা ছিলেন গোল্ড ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার ডলার। লাহোরে নাম লেখানো রিশাদ ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। তার পারিশ্রমিক ৮৫ হাজার ডলার।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago