পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ, জয়ের দেখা পেল লাহোর

ছবি: এক্স

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে হেরেছিল লাহোর কালান্দার্স। ওই ম্যাচের একাদশে ছিলেন না রিশাদ হোসেন। তাই বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছিল তার। সেটার ইতি ঘটল এবার। চলতি আসরে প্রথমবারের মতো মাঠে নেমেই বল হাতে ভেলকি দেখালেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার।

রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৭৯ রানের বড় ব্যবধানে জিতেছে লাহোর। টস হেরে আগে ব্যাট করতে নেমে তাদের ৬ উইকেটে ২১৯ রানের জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৬.২ ওভারে গুটিয়ে যায় ১৪০ রানে। এবারের পিএসএলে দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়। ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করা রিশাদ মুন্সিয়ানা দেখান মূল দায়িত্বে। বোলিংয়ে টানা ৪ ওভারের স্পেলে ৩১ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

নামিবিয়ার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসার জায়গায় রিশাদকে একাদশে নিয়ে স্পিন বিভাগে শক্তি বাড়ায় লাহোর। এই সিদ্ধান্তের কাঙ্ক্ষিত ফলাফলও মিলেছে হাতেনাতে। তিন স্পিনার মিলে নেন ৭ উইকেট। জিম্বাবুইয়ান অফ স্পিন বোলিং অলরাউন্ডার সিকান্দার রাজা ২ উইকেট পান ১২ রানে। বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির ঝুলিতে ২ উইকেট গেছে ২০ রানে।

কোয়েটার ইনিংসের সপ্তম ওভারে রিশাদকে আক্রমণে আনেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওই ওভারে আসে ৭ রান। ফিরে এসে রিশাদ দলকে দেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। ছক্কা হজমের পরই প্রতিশোধ নেন। বিস্ফোরক মেজাজে থাকা রাইলি রুশোকে আর্ম ডেলিভারিতে বোল্ড করে দেন তিনি। স্লগ সুইপে ব্যর্থ হওয়া দক্ষিণ আফ্রিকান বাঁহাতি ব্যাটার বিদায় নেন ১৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে। সেই ওভারের পর একাদশ ওভারেও রিশাদ খরচ করেন ৯ রান।

ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে ২২ বছর বয়সী বোলার ৬ রানের বিনিময়ে ধরেন জোড়া শিকার। অনেক টার্ন করা প্রথম ডেলিভারিতেই স্টাম্প হারান মোহাম্মদ আমির। তৃতীয় বলে ছক্কা হজমের পরপরই আবার রিশাদ করেন উল্লাস। আরেকটি বাউন্ডারির চেষ্টায় আবরার আহমেদ ধরা পড়েন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। দৌড়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ হাতে জমান মোহাম্মদ নাঈম।

মাত্র ৫৪ রানে ৪ উইকেট পড়ার পর রুশোই মূলত কোয়েটাকে দিচ্ছিলেন জয়ের আশা। কিন্তু তিনি রিশাদের বাক্সবন্দি হওয়ার পর আর লড়াই জমাতে পারেনি দলটি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে ফখর জামানের ঝুলিতে। লাহোরের বাঁহাতি ওপেনার ৩৯ বলে খেলেন ৬৭ রানের ইনিংস। তাদের পুঁজি দুইশ ছাড়িয়ে আরও উঁচুতে ওঠে স্যাম বিলিংসের কল্যাণে। ইংলিশ ব্যাটার তাণ্ডব চালিয়ে স্রেফ ১৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।

গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সুযোগ পেয়েও যাওয়া হয়নি রিশাদের। এবার বদ্ধ দুয়ার খুলে গেছে তার জন্য। চলমান পিএসএলের আগে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে তিনি ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। তার পারিশ্রমিক ৮৫ হাজার মার্কিন ডলার। পুরো আসরে খেলার জন্যই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago