পিএসএলে লিটন-রিশাদ-নাহিদদের একাদশে থাকার সম্ভাবনা কতটা?

Litton Das, Rishad Hossain and Nahid Rana

এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। লিটনকে করাচি কিংস, রিশাদকে লাহোর কালান্দার্স এবং নাহিদকে নিয়েছে পেশোয়ার জালমি। এরমধ্যে লিটন ও রিশাদ পুরো আসরের জন্য বিসিবির ছাড়পত্র পেয়ে গেছেন, নাহিদ যাবেন প্রথম কয়েকদিনের পর। পাকিস্তানে খেলতে গেলেও নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির একাদশে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা আসলে কতটা?

লিটন দাস

পিএসএলে লিটনকে দলে নিয়েছে করাচিং কিংস। নিলামের দিনই দলটি জানায় মূলত টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে লিটনকে নেওয়া হয়েছে। অর্থাৎ লিটন যে শুরুতে একাদশে ঠাঁই পাবেন না, এতে অনেকটা পরিষ্কার। করাচিতে বিদেশি ব্যাটারদের মধ্যে আরও আছেন অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার, যিনি এবার করাচির অধিনায়কও। আছেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। সেইফার্টের পাশাপাশি কিপার ব্যাটার লিটন।

বিদেশি ব্যাটারে ভরপুর করাচি বোলারদের মধ্যে নিয়েছে অ্যাডাম মিলনেকে। একাদশে সর্বোচ্চ চার বিদেশি খেলানোর নিয়ম। সেখানে লিটনের জায়গা পাওয়া খুব কঠিন। অধিনায়ক হিসেবে ওয়ার্নার খেলবেনই, বাকি তিন বিদেশি খেলোয়াড়ের লড়াইয়ে আছেন পাঁচজন। যেকোনো বিচারে টি-টোয়েন্টিতে সেইফার্ট ও ভিন্স লিটন থেকে এগিয়ে থাকবেন। উইলিয়ামসন খেলেন মিডল অর্ডারে, যা মূলত টি-টোয়েন্টিতে লিটনের জায়গা না। যদি সেইফার্ট চোটে পড়েন কিংবা টানা কিছু ম্যাচে রান খরায় থাকেন তবেই হয়ত সুযোগ মিলতে পারে বাংলাদেশের তারকার। পাকিস্তানের উইকেট সাধারণত ভীষণ ব্যাটিং বান্ধব হয়ে থাকে। যদি তারা বিদেশি বোলার না খেলায় তাহলেও লিটনের সুযোগ বাড়বে।

রিশাদ হোসেন

লাহোর কালান্দার্সে রিশাদ হোসেনের একাদশে থাকার সম্ভাবনা কিছুটা হলেও লিটনের চেয়ে বেশি। মূলত তিনি লেগ স্পিনিং অলরাউন্ডার হওয়াতেই বিবেচনায় থাকবেন ভালোভাবে। লাহোরে এবার বিদেশি খেলোয়ায়ড় হিসেবে রিশাদ ছাড়াও আছেন  স্যাম বিলিংস, কুশল পেরেরা, টম কারান, ড্যারেল মিচেল, সিকান্দার রাজা, ডিভেড ভিজে, ড্যারেল মিচেল।  বিলিং ও পেরেরা বাদ দিলে বাকি সবার আবার অলরাউন্ডার। এখানে রিশাদের লড়াইটাও কঠিন। রিশাদকে সম্ভবত লড়তে হবে জিম্বাবুয়ের রাজার সঙ্গে। অভিজ্ঞ রাজার রেপুটেশন বেশ ভালো। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে জ্বলে উঠার নজির আছে তার। শুরুর দিকে হয়ত তিনিই সুযোগ পাবেন। রাজার ব্যর্থতায় দুয়ার খেলতে পারে রিশাদের। রিশাদ যদি সুযোগ দ্রুত কাজে লাগাতে পারেন তাহলে তাকে নিয়মিত খেলতে দেখা যাবে। রিশাদের একটা বাড়তি সুবিধা হচ্ছে তিনি দারুণ ফিল্ডার। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণ।

নাহিদ রানা

নাহিদ রানা এবার পিএসএলে পেশোয়ার জালমিতে যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর। সম্ভবত ২৪ এপ্রিলের পর। ততদিনে পেশোয়ার অন্তত ৪ ম্যাচ খেলে ফেলবে। পরে যোগ দেওয়ায় একাদশে সুযোগ পাওয়া নির্ভর করছে অনেক কিছুর উপর।

পেশোয়ার এবার নাহিদ ছাড়াও বিদেশি হিসেবে তাদের দলে নিয়েছে টম কোহলার ক্যাডমোর, নাজিবুল্লাহ জাদরান, ম্যাক ব্র্যান্ট ও আলজেরি জোসেফকে। আলজেরি ছাড়া বাকিরা ব্যাটার। নাহিদের লড়াই মূলত হবে ক্যারিবিয়ান আলজারির সঙ্গে।

নাহিদের মতন আলজেরিও গতিময় বোলার, অভিজ্ঞতাও অনেক বেশি। আইপিএলেও তিনি ঝলক দেখিয়েছেন আগে। প্রথম দিকের ম্যাচগুলোতে যদি আলজেরি ভালো পারফর্ম করেন তবে নাহিদকে দলে যোগ দিয়ে একাদশে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যদি আলজেরি শুরুতেই ব্যর্থ হন, তবে পাকিস্তানে পৌঁছেই একাদশে নামতে দেখা যেতে পারে নাহিদকে।

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

9h ago